রমরমিয়ে চলছে সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/10/2022   শেষ আপডেট: 28/10/2022 8:21 p.m.
প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার

মানুষের সচেতনতার অভাবকেই দায়ী করেছে পুরসভা

সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার (West Bengal Government)। প্রথমদিকে এনিয়ে প্রশাসনের তরফে বেশ কড়াকড়ি থাকলেও এখন তা অনেকটাই শিথিল হয়ে পড়েছে। এমন অভিযোগ উঠতেই মানুষের সচেতনতার অভাবকেই দায়ী করেছেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

বারাসাতের এক চপ বিক্রেতাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তার বক্তব্য, "লোকে দশটাকার চপ নিচ্ছে ক্যারিবাগ চাইছে। ব্যাগ না দিলে জিনিস বিক্রি হচ্ছে না। অফিস থেকে ফিরছে, এই তেলেভাজার ঠোঙা অফিসের ব্যাগেও নিতে পারছে না। অন্যদিকে ৭৫ মাইক্রনের বেশি মাপের ক্যারি ব্যাগ কিনতে গেলে খরচ অনেক বেড়ে যাচ্ছে।"

এ বিষয়ে পরিবেশকর্মীরা বলছেন, এই ধরনের নিষিদ্ধ প্লাস্টিক উৎপাদন বন্ধ না হওয়া পর্যন্ত সমস্যা মিটবে না।