দলবিরোধী কাজের অভিযোগে দলের একাধিক নেতাকে শো-কজ করল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/04/2021   শেষ আপডেট: 19/04/2021 8:37 a.m.
-

এরপরেও সন্দেহভাজন মনে হলে সরাসরি তাদের বহিষ্কারের পথে হাঁটবে শাসকদল

দলে থেকেও দলবিরোধী কার্যকলাপ চালাচ্ছে একাধিক তৃণমূল নেতৃত্ব, এমনটাই দাবি উঠেছে বাংলার শাসকদলের শীর্ষ মহল থেকে। মুর্শিদাবাদ জেলা পরিষদের বেশ কয়েকজন সদস্য ও নেতাকে এহেন কাজের জন্য শো-কজ করল জেলা নেতৃত্ব। গতকাল সাংবাদিক বৈঠক ডেকে মুর্শিদাবাদের তৃণমূল জেলা সভাপতি আবু তাহের খান এই শো-কজ করার ঘোষণা করেন। ওই জেলারই কিছু কর্মাধ্যক্ষের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তোলেন তিনি।

গতদিনের সাংবাদিক সম্মেলন থেকে তিনি আরো জানান, অভিযুক্তদের বারবার সতর্ক করা হলেও কোনো ভ্রূক্ষেপ না করে এখনো অবাধে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। মোট আট জন তৃণমূল নেতা রয়েছেন এই তালিকায়। চিঠি পাঠানো হয়েছে প্রত্যেককেই। স্পষ্ট কারণ দর্শাতে না পারলে বা সন্তোষজনক জবাব না দিতে পারলে তাদের সরাসরি বহিষ্কার করবে দল। কিন্তু প্রশ্ন হল, কেন তারা দলে থেকেও দলবিরোধী কাজে লিপ্ত? শোনা যায়, ভোটের টিকিট না পাওয়াকে কেন্দ্র করে অসন্তোষ তৈরি হয় একাধিক নেতৃত্বের মধ্যে। টিকিট না পেয়ে বিজেপিতে যোগদানের নজিরও কম নয়। যদিও শো-কজের চিঠি পাওয়া কোনো নেতাই এখনো এর জবাব দেননি। এর আগে দলবিরোধী কাজের জন্য দিনহাটাতেও ছ'জন দলীয় নেতাকে শো-কজ করেছিল তৃণমূল।