দিদির উপর যৌন নির্যাতন, ছোট বোনের সাক্ষ্যে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের শাস্তি পেল অপরাধী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/07/2022   শেষ আপডেট: 27/07/2022 11:40 a.m.

শাস্তির সঙ্গে মেটাতে হবে জরিমানার টাকা

ঘটনাটি বছর ছয়েক আগের। ২০১৬ সালের দুর্গাপুজোর সময় দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানা এলাকার ঘটনা। এগারো বছরের নাবালিকা দিদির উপর যৌন নির্যাতনের দৃশ্য দেখে ফেলেছিল বছর সাতেকের ছোট্ট বোন। প্রায় ৬ বছর ধরে চলা সেই মামলার রায় ঘোষণায় ছোট বোনের সাক্ষ্য মান্যতা দিল আদালত। অপরাধীকে দেওয়া হল ১৪ বছরের সশ্রম কারাদণ্ড।

বারুইপুর থানা এলাকার এক ব্যক্তি দিলীপ ভান্ডারী এমন ঘৃণ্য কাজ করেছিলেন। পকসো আইন মামলাটি দীর্ঘ ছ'বছর ধরে আদালতে চলেছে। সেই মামলার রায়ে বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা। সেই জরিমানার টাকা নির্যাতিতার হাতে তুলে দিতে হবে। পাশাপাশি অপরাধের জরিমানা বাবদ নির্যাতিতাকে দিতে হবে ৩ লক্ষ টাকা। গোটা বিষয়টি দক্ষিণ ২৪ পরগণা আইনি সহায়তা কেন্দ্রের মধ্যস্থতায় করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশের পর দিলীপ ভান্ডারী উচ্চ আদালতে আপিল করার কথা বলেছেন। আদালতে নির্যাতিতা নাবালিকা গোপন জবানবন্দী দিয়েছিলেন। তাঁর ছোট বোনের বয়ান মান্যতা পেয়েছে। পাশাপাশি ১০ জন স্থানীয় প্রতিবেশী সাক্ষী দেওয়ার পর আদালত অভিযুক্তের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে বলে খবর।