ছুটি শেষ হল শিক্ষকদের, কাল থেকেই স্কুলে যোগ দিতে হবে শিক্ষক-অশিক্ষক কর্মীদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/06/2022   শেষ আপডেট: 24/06/2022 4:57 p.m.
unsplash.com/photos

ইতিমধ্যেই স্কুলশিক্ষা দফতরের তরফে এ সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত জেলার জেলাশাসকের কাছে

অবশেষে এক মাসেরও বেশি গরমের ছুটি পেরিয়ে সোমবার থেকে রাজ্যে খুলছে সমস্ত সরকারি স্কুল। তবে শিক্ষকদের ছুটি ফুরোচ্ছে আজ। নির্দেশিকা দিয়ে শিক্ষা দফতরের তরফে জানান হয়েছে, শনিবার, ২৫ জুন থেকেই শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে যোগ দিতে হবে। একই সঙ্গে, স্কুলের অশিক্ষক কর্মীদেরও ওই দিন থেকেই স্কুলে আসতে বলেছে শিক্ষা দফতর। ইতিমধ্যেই স্কুলশিক্ষা দফতরের তরফে এ সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত জেলার জেলাশাসকের কাছে।

প্রসঙ্গত, গরম ছুটির বাড়বাড়ন্ত দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন অধিকাংশ অভিভাবক। এদিকে ছুটি শেষে স্কুল খোলার কথা ঘোষণা হতেই, রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। কাজেই করোনা সংক্রমণ রুখতে বিশেষ নজরদারির ঘোষণা রাজ্যের। নবান্নের তরফে প্রতিটি জেলা শাসককে বিশেষ নির্দেশ দিয়ে বলা হয়েছে, প্রত্যেক জেলায় শিক্ষা বিষয়ে দেখভালের জন্য যে অতিরিক্তি জেলাশাসকরা রয়েছেন, তাঁদের নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হোক। তাঁরাই নিশ্চিত করবেন যাতে কোভিড বিধি অক্ষরে অক্ষরে মানা হয়।