২৩ জানুয়ারি থেকে তিনি নতুন এক্সপ্রেস বাস পরিষেবা চালু করতে চলেছে এসবিএসটিসি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/01/2021   শেষ আপডেট: 11/01/2021 5:45 a.m.
-

এই তিনটি বাস পরিষেবার নাম হবে নেতাজি, আজাদ হিন্দ এবং জয় হিন্দ এক্সপ্রেস

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তমজন্মজয়ন্তী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গের বাস সার্ভিস সংস্থা এস বি এস টি সি। তাদের ঘোষণা এবারে ওই দিন থেকে নেতাজি, আজাদ হিন্দ এবং জয় হিন্দ এক্সপ্রেস বাস পরিষেবা চালু করা হবে। মায়াপুর থেকে উত্তরবঙ্গের যোগাযোগ সুগম করতে চালু করা হচ্ছে নেতাজি এক্সপ্রেস বাস। টালিগঞ্জ থেকে তারাপীঠের যাতায়াত সহজ করতে আসছে আজাদ হিন্দ এক্সপ্রেস। এবং টালিগঞ্জ থেকে ঝারগ্রাম পর্যন্ত একটি বাস পরিষেবা শুরু করা হয়েছে যার নাম জয় হিন্দ এক্সপ্রেস। তবে শুধুমাত্র বাস পরিষেবা নয়, কৃষ্ণনগরে ঐদিন নেতাজি সুভাষ এসবিএসটিসি বাস টার্মিনাস এর কাজের শিলান্যাস হতে চলেছে। ২৩ তারিখে দুর্গাপুরে নেতাজির একটি পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করা হবে বলেও জানা গিয়েছে।

ইতিমধ্যেই ২০২১ নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল নেতাজির জন্মদিন কে টার্গেট করেছে। প্রত্যেক রাজনৈতিক দলের আলাদা আলাদা কর্মসূচি রয়েছে। তার ওপর এবারে আবার নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে এই মহান সংগ্রামী কে সম্মান জানানো হতে চলেছে। ঐদিন প্রধানমন্ত্রী নিজে কলকাতায় এসে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রাজ্য সরকার কিন্তু পিছিয়ে যায় নি। রাজ্য সরকারের বেশ কিছু কর্মসূচি রয়েছে ওই দিন। তার পাশাপাশি এইবারে রাজ্য সরকারের অধীনস্থ দক্ষিণবঙ্গ বাস সার্ভিস সংস্থা এসবিএসটিসি নেতাজির জন্মদিনে তাকে শ্রদ্ধা জানানোর জন্য তিনটি নতুন বাস সার্ভিস শুরু করে দিতে চলেছে।