খেলা হবে স্লোগানের পরিবর্তে তিলক এঁকে 'হরে কৃষ্ণ' ধ্বনি দিয়ে ভোট প্রচারে সায়ন্তিকা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/03/2021   শেষ আপডেট: 25/03/2021 6:23 p.m.
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় facebook.com/iamsayantikabanerjee

সায়ন্তিকাকে ভোট দেওয়া মানেই আমাকে ভোট দেওয়া : মুখ্যমন্ত্রী

বঙ্গ রাজনীতিতে লাগামছাড়া ভীড় তারকাদের। পরিচালক রাজ চক্রবর্তী থেকে অভিনেতা যশ এবং হিরণ, তারকাদের ভীড়ে প্রচারের ঢল বিধানসভা কেন্দ্রে। তেমনই রাজনীতিতে সদ্য তৃণমূল শিবিরে যোগ দিয়েই বাঁকুড়ার প্রার্থী পদে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী। রাখছেন না প্রচারে কোনও খামতি, সেলেব তকমা মুছে ঘরের মেয়ে ওঠার চেষ্টা করছেন অভিনেত্রী।

গতকালের বাঁকুড়ার মাটিতে মুখ্যমন্ত্রীর উপছে পড়া ভীড় দেখে আপ্লুত অভিনেত্রী। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে, নিজেকে ধন্য মনে করেছেন তিনি। সভার মঞ্চ থেকেই তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট দিলেন দলনেত্রী। বললেন, “সায়ন্তিকা আমার প্রিয় প্রার্থী। সায়ন্তিকা কিন্তু যে সে নয়, পুলিশ পরিবারের মেয়ে। ওঁর বাবা পুলিশে চাকরি করতেন। এখনও খেলাধুলার সঙ্গে জড়িত। ওকে ভোট দিলে ভুল করবেন না। সায়ন্তিকাকে ভোট দেওয়া মানেই আমাকে ভোট দেওয়া।"

এদিন ভোট প্রচারে নেমে আমজনতার হাত থেকেই তিলক আঁকলেন, ধ্বনি দেন "হরে কৃষ্ণ"। সাথেই অনুরোধ এবার ভোট জোড়াফুলেই দেবেন।

উল্লেখ্য, এর আগেও অভিনেত্রীর কপালে দেখা মিলেছে তিলক। বয়স্কদের থেকে আর্শীবাদ এবং ছোটদের সাথে সেলফি তুলতে তুলতেই ভোট প্রচারে দিব্যি ব্যস্ত অভিনেত্রী।