বর্জ্য ব্যবস্থাপনার গাফিলতি! ৩৫০০ কোটির জরিমানা দেবে পশ্চিমবঙ্গ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/09/2022   শেষ আপডেট: 03/09/2022 9:55 p.m.
বর্জ্য ব্যবস্থাপনা https://pixabay.com

এনডিজির বিচারপতি একে গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চের বক্তব্য অনুসারে বর্জ্য ব্যবস্থাপনা না হলে পরিবেশ দূষণ বৃদ্ধি পাবে

কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গাফিলতির কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ৩৫০০ কোটি টাকার জরিমানা দিল দ্যা ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। এন টি এর রিপোর্ট অনুসারে রাজ্য বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দিচ্ছে না যা অপরাধের শামিল। যেখানে এই ধরনের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে খাতে বরাদ্দ করা হয়েছিল ১২৮১৮ কোটি টাকা তা সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারেনি পশ্চিমবঙ্গ।

এনডিজির বিচারপতি একে গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চের বক্তব্য অনুসারে বর্জ্য ব্যবস্থাপনা না হলে পরিবেশ দূষণ বৃদ্ধি পাবে। যার জেরে রোগ এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দেওয়া অস্বাভাবিক নয়। এনজিটি উল্লেখ করেছে, যে শহুরে এলাকায় প্রতিদিন ২,৭৫৮ মিলিয়ন লিটার পয়ঃনিষ্কাশন উৎপাদন এবং ১৫০৫ এমএলডি শোধন করার কথা থাকলেও শুধুমাত্র ১২৬৮ এমএলডি শোধন করা হয়েছে। এর জেরে ১৪৯০ এমএলডির বিশাল ব্যবধান রয়ে গেছে।

আর তাই বেঞ্চের নিদানে ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। বিবৃতিতে প্রকাশ, "পরিবেশের ক্ষতি বিবেচনা করে, নিয়ম উলঙ্ঘন করার জন্য অবশ্যই রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। কঠিন এবং তরল বর্জ্যের অধীনে ক্ষতিপূরণের চূড়ান্ত পরিমাণ ৩,৫০০ কোটি টাকা মূল্যায়ন করা হয়েছে।" উল্লেখ্য, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দ্বারা মিউনিসিপ্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট বিধি ২০১৬ অনুযায়ী এই নিয়ম লাগু করা হয়েছিল যে অন্যান্য পরিবেশগত সমস্যাগুলির কথা মাথায় রেখে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অবশ্য‌ই বর্জ্য ব্যবস্থাপনার দিকে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে।