সুখবর! প্রচুর কর্মী নিয়োগ করছে KMC ও জাতীয় স্বাস্থ্য মিশন, কীভাবে আবেদন করবেন?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/08/2022   শেষ আপডেট: 30/08/2022 5:09 p.m.
-

হনারারি হেলথ ওয়ার্কার এবং আশাকর্মী পদে কর্মী নিয়োগ চলছে

দেশের অর্থনৈতিক (Indian Economy) অবস্থার হাল খারাপ। বেকারত্ব ঘরে ঘরে। লাখ লাখ যুবক উচ্চ শিক্ষার ডিগ্রি নিয়ে বসে রয়েছেন ঘরে। তাদের শিক্ষা কোনো কাজেই লাগছে না। কর্মহীনতার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কেউ কেউ। মাস্টার্স পিএইচডি করা ছাত্র-ছাত্রীরা ডোমের চাকরির জন্য আবেদন করছে। উচ্চ শিক্ষিত ছেলেরা চপ ভাজছে, টোটো চালাচ্ছে। এমতবস্থায় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (Kolkata Municipal Corporation) ও জাতীয় স্বাস্থ্য মিশন দিল সুখবর। হনারারি হেলথ ওয়ার্কার এবং আশাকর্মী পদে কর্মী নিয়োগ (Recruitment) করা হতে চলেছে বলে জানা গিয়েছে।

● হনরারী হেলথ ওয়ার্কার হিসেবে কারা আবেদন করবেন?

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্ভুক্ত হনরারী হেলথ ওয়ার্কার পদে শূন্যপদ রয়েছে ১২৭ টি। ৩০ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাস যে কোন ব্যক্তি এই পদের জন্য আবেদন করতে সক্ষম। মাসিক বেতন ধার্য হয়েছে চার হাজার পাঁচশো টাকা।

● কিভাবে আবেদন করবেন?

প্রথমে আবেদন পত্রটি ডাউনলোড করুন এরপর আবেদন পত্রটি সঠিক সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। এবার যেসব নথি চাওয়া হয়েছে সেগুলো সমেত পোস্ট করুন MUNICIPAL COMMISSIONER, KOLKATA MUNICIPAL CORPORATION, 5, S. N. BANERJEE ROAD, KOLKATA -700013 ঠিকানায়। আবেদন করার শেষ তারিখ ১৫ ই সেপ্টেম্বর।

● আশাকর্মী হিসেবে কারা আবেদন করবেন?

হাওড়া জেলায় বসবাসকারী ৩০ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাস যে কোন বিবাহবিচ্ছিন্না বিধবা বা বিবাহিতা মহিলা আবেদন করতে সক্ষম। সর্বমোট ফাঁকা রয়েছে ১৯১ টি শুন্য পদ।

● কীভাবে আবেদন করবেন?

এক্ষেত্রে অনলাইনে আবেদনের কোন সুযোগ নেই। শুধুমাত্র অফলাইন প্রক্রিয়াতেই আপনি আবেদন করতে পারবেন। আপনাকে প্রথমে ফর্মটি সংগ্রহ করতে হবে। এরপর সমস্ত নথি দ্বারা ফর্মটি পূরণ করে নির্দিষ্ট ঠিকানাতে আপনাকে পোস্ট করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে আবেদন করার শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর।