এবার বাংলায় ভোটপ্রচারে আসছেন রাহুল গান্ধী, আসতে পারেন প্রিয়াঙ্কাও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/04/2021   শেষ আপডেট: 11/04/2021 10 a.m.
রাহুল গাঁধী

আগামী চার দফাতেই প্রচারে থাকবেন কংগ্রেস সুপ্রিমোরা

বাংলার বিধানসভা নির্বাচনে নজর রেখেছে গোটা দেশ। দল-মত নির্বিশেষে কখনো শাসকদল বা কখনো বিরোধীপক্ষের হয়ে প্রচারে এসেছেন একাধিক আঞ্চলিক ও সর্বভারতীয় রাজনৈতিক দলের প্রধানরা। বিজেপি, সিপিএম, জেএমএম, সপা, জেডিইউ, আরজেডি, মিম, শিবসেনা প্রত্যেকেই আগ্রহ দেখিয়েছে বাংলার বিধানসভা নির্বাচনে। তবে কংগ্রেসের তরফ থেকে গান্ধী পরিবারের কাউকেই না দেখা যায়নি বাংলায় কংগ্রেসের প্রচারে। কেরলের ভোট মিটলেই বাংলায় আসার কথা ছিল রাহুল গান্ধীর, কিন্তু ৬ তারিখ সেখানে ভোট মিটলেও এখনো এখানে আসা নিয়ে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছিল না, তবে সেই ধোঁয়াশা এখন কেটেছে। বাংলায় কংগ্রেস তথা সংযুক্ত মোর্চার হয়ে প্রচারে আসবেন বলে প্রতিশ্রুতি দেন রাহুল গান্ধী। আগামী চার দফার ভোটগ্রহণেই তিনি পথে-প্রচারে থাকবেন বলে জানিয়েছেন। তবে প্রিয়াঙ্কা গান্ধী আসছেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। সম্প্রতি তাঁর স্বামী রবার্ট বঢরা করোনাক্রান্ত হওয়ায় চিকিৎসকদের পরামর্শে আপাতত হোম আইসোলেশনেই আছেন প্রিয়াঙ্কা।

রাজনৈতিক মহলে বহুল সমালোচিত হয় এই বাম-কংগ্রেস জোট। কারণ বাংলায় তারা জোটবদ্ধ হলেও কেরলে বামেদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। বামেদের সাথে মতানৈক্যের কারণেই বাংলায় গান্ধী পরিবারের প্রচারে অনীহা, কার্যত এমনটাও দাবি করেছেন অনেকে। তবে বলাই বাহুল্য, আগামী চার দফার ভোটের প্রচারে রাহুল গান্ধীর সমাবেশে উপস্থিত থাকবেন বাম শীর্ষ নেতৃত্বরা। কলকাতাতেও সভা করতে পারেন রাহুল গান্ধী, সূত্রের খবর।