স্বর্ণব্যবসায়ীর বাড়িতে উদ্ধার পরিচারিকার মৃতদেহ, আশঙ্কাজনক গৃহকর্ত্রীর অবস্থাও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/08/2022   শেষ আপডেট: 29/08/2022 11:25 a.m.

খুনের অভিযোগ উঠেছে বাড়িতে কর্মরত দুই কাঠমিস্ত্রির বিরুদ্ধে

পরিচারিকা এবং গৃহকর্ত্রীর রক্তাক্ত দেহকে কেন্দ্র করে উত্তপ্ত পুরুলিয়া (Purulia)। পুরুলিয়ার স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ দাস কর্মকারের বাড়িতে পরিচারিকার কাজ করতেন পুরুলিয়া নিবাসী পার্বতী বাদ্যকার (‌৫৫)‌। স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির ভিতর থেকেই রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছে। এমনকী ওই স্বর্ণব্যবসায়ীর বাড়িতে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে গৃহকর্ত্রীকেও। যদিও তিনি বেঁচে আছেন, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নন্দিতা দাস কর্মকার।

ঘটনাস্থলে পুরুলিয়া সদর থানার পুলিশ। চলছে তদন্ত। প্রাথমিক তদন্তে অনুমান, এটা পরিকল্পিতভাবে হামলা। আটক করা হয়েছে দু'জন সন্দেহভাজনকে। এছাড়াও পরিচারিকাকে খুনের অভিযোগ তুলেছেন ওই স্বর্ণব্যবসায়ীর পরিবার। আর এই খুনের অভিযোগ উঠেছে বাড়িতে কর্মরত দুই কাঠমিস্ত্রির বিরুদ্ধে। যারা এখন পলাতক। তবে যে দু’‌জনকে আটক করা হয়েছে তারা ওই বাড়ির মিস্ত্রি কিনা তা জানা যায়নি।

ঘটনায় কার্যত হতবাক এলাকাবাসী। আপাতত কাঠমিস্ত্রির খোঁজে পুরুলিয়া সদর থানার পুলিশ। ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় দায়ের হয়েছে মামলা।