তপশিলি জাতি ও উপজাতিকে নিয়ে অবমাননাকর মন্তব্য, গ্রেফতার কলেজের অধ্যাপক!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/01/2022   শেষ আপডেট: 25/01/2022 7:04 a.m.
গ্রেফতার ~প্রতীকী ছবি

গত অক্টোবর মাসে তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল

এবারে অনলাইন ক্লাসে তপশিলি জাতি ও উপজাতিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য গ্রেফতার করা হলো কলেজের অধ্যাপককে। যদিও হঠাৎ করেই নয়, এর আগেও এই অধ্যাপক এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ধৃত অধ্যাপক নির্মল বেরার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তপশিলি জাতি উপজাতি সংগঠনের পড়ুয়ারা আন্দোলন চালিয়ে আসছিল। পুলিশের কাছেও একাধিক অভিযোগপত্র দায়ের করা হয়েছে নির্মল বাবুর বিরুদ্ধে। এমনকি তার কলেজের একজন শিক্ষিকা তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন।

ঘটনাটি ঘটেছে সবং সজনীকান্ত কলেজে। গত অক্টোবর মাসে অনলাইন ক্লাস চলাকালীন সময়ে তপশিলি জাতি এবং উপজাতিকে নিয়ে বিভিন্ন অবমাননাকর মন্তব্য করেন ওই অধ্যাপক নির্মল বেরা। তার পরেই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তার কলেজের একজন অধ্যাপিকা। অন্যদিকে, ওই অধ্যাপককে গ্রেফতার করার দাবিতে কলেজে একাধিকবার আন্দোলন করা হয়। এর জন্য সজনীকান্ত কলেজের অধ্যক্ষ তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড পর্যন্ত করেছিলেন। অবশেষে সোমবার তাকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিশ। আদালতের বিচার অনুযায়ী, ধৃতের একদিনের জেল হেফাজত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।