ধুপগুড়ির দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর, মুখ্যমন্ত্রীও দিচ্ছেন আর্থিক ক্ষতিপূরণ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/01/2021   শেষ আপডেট: 20/01/2021 4:07 p.m.
-

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের

ফের এক ভয়াবহ রোড দুর্ঘটনার সাক্ষী হয়ে থাকল বাংলার মানুষ। গতকাল রাত সাড়ে ৯ টা নাগাদ ধুপগুড়ির থেকে জলপাইগুড়ি যাওয়ার সময় পাথর বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আর সেই লরি তলাতে চাপা পড়ে যায় একটি যাত্রীবোঝাই ম্যাজিক ভ্যান ও মারুতি অল্টো। ওই দুই গাড়িতে বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল একদল লোক। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজে হাত লাগান দমকল, পুলিশ ও স্থানীয় মানুষজন। বেশ কয়েকজন যাত্রীকে ক্ষতবিক্ষত অবস্থাতে ধুপগুড়ি হাসপাতাল জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। জানা যাচ্ছে তাদের মধ্যে ৪ জন শিশু ছিল। ঘটনার জেরে গতকাল দীর্ঘক্ষন জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। অভিযোগ উঠেছে ডাম্পার ওভারলোডিং করার জন্যই এরকম মর্মান্তিক ঘটনা ঘটলো।

জলপাইগুড়ির এই ঘটনার পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জখমদের দ্রুত আরোগ্য কামনা করেন। সেইসাথে মৃত পরিবারকে ২ লাখ টাকা ও আহত পরিবারদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করার আশ্বাস দেন।

অন্যদিকে ভয়াবহ দুর্ঘটনার পর সমবেদনা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লিখেছেন, "ধুপগুড়িতে বাস দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি আমি।" এছাড়াও তিনি জানিয়েছেন তিনি অরূপ বিশ্বাসকে দুর্ঘটনাগ্রস্ত প্রত্যেকের খোঁজ নেওয়ার জন্য ঘটনাস্থলে পাঠিয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে মৃতদের পরিবারের জন্য আড়াই লাখ টাকা, আহতদের জন্য ৫০ হাজার টাকা ও অল্প আহতদের জন্য ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।