ভাইফোঁটার বাজারে দামের দুয়ারে যম! মিষ্টি থেকে সবজি, সবেতেই আগুন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/11/2021   শেষ আপডেট: 06/11/2021 9:38 a.m.
flickr

মাছ মাংসের বাজারেও স্বস্তি কই?

দীপাবলি মিটেছে, তবে বাজারদর কমার বদলে ফের উর্দ্ধমুখী। দাদা-ভাইদের ফোঁটা দিয়ে পাতপেড়ে খাওয়ানোর আয়োজন করতে গিয়ে মাথায় হাত দিদি বোনেদের। মাছ মাংসের বাজার তো দূরের কথা, সবজির বাজারেও লেগেছে আগুন। এমনকি আজকের দিনের মিষ্টিমুখের রীতিপালন করার আগেও বুক কাঁপবে বটে! মিষ্টির দোকানেও যে ঢোকা দায়। প্রসঙ্গত উল্লেখ্য, লক্ষ্মীপুজোতেও বাজারদর হয়েছিল আকাশছোঁয়া।

একনজরে দেখুন কেমন দর বাজারের?‌ আলু– প্রতি কেজির দাম ১৮ টাকা থেকে বেড়ে হয়ে গেছে ২২ টাকা। পেঁয়াজ– প্রতি কেজির দাম ৫০ টাকা থেকে বেড়ে হয়ে গেছে ৬৫ টাকা। পটল– প্রতি কেজির দাম ৪০ টাকা থেকে বেড়ে হয়ে গেছে ৮০ টাকা। বেগুন– প্রতি কেজির দাম ৬০ টাকা থেকে বেড়ে হয়ে গেছে ৮০ টাকা। টম্যাটো– প্রতি কেজির দাম ৬০ টাকা থেকে বেড়ে হয়ে গেছে ১০০ টাকা। কাঁচালঙ্কা– প্রতি কেজির দাম এখন ২০০ টাকা। বাঁধাকপি– প্রতি কেজির দাম বর্তমানে ৬০ টাকা। ফুলকপি– ৪০ টাকা প্রতি পিস। একইসঙ্গে মাছ–মাংসের দাম বেড়ে যাওয়ায় বাঙালির হেঁশেলে আগুন জ্বলছে।

স্বভাবতই, বাজারে এসে পছন্দসই কেনাকাটা করতে পারছেননা অনেকেই। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। ভাইদের পাতে পছন্দের মিষ্টি তুলে দিতেও যেন বাধ সাধছে এই আগুন দাম। রকমারি মিষ্টি দেখে জিভে জল এলেও তাই নিরুপায় আমজনতা।