৮০ শতাংশের টিকা না হলে ভোট পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল পিকের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/01/2022   শেষ আপডেট: 07/01/2022 7:12 p.m.
প্রশান্ত কিশোর facebook.com/WestBengal4PK

এবার কমিশনের বিরুদ্ধে আওয়াজ তুললেন প্রশান্ত কিশোর

ভোটকুশলী হিসেবে আরও একবার নজর কাড়লেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। রাজ্যে লাগামছাড়া সংক্রমণের মধ্যে ভোট নিয়ে এবার কমিশনের বিরুদ্ধে আওয়াজ তুললেন প্রশান্ত কিশোর। এদিন টুইট করে তিনি বলেন, ভোটমুখী রাজ্যগুলিতে অন্তত ৮০ শতাংশ মানুষ টিকার দুটি করে ডোজ না পেলে ভোট করানো উচিত নয়।

ভোট পিছিয়ে দেওয়ার দাবি তুলে প্রশান্ত কিশোরের বক্তব্য, "ভোটমুখী রাজ্যগুলির ৮০ শতাংশ জনগণের করোনার ভ্যাকসিনের দুটি ডোজ পাওয়া নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। এটাই এই মহামারীর সময়ে পাঁচ রাজ্যের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার একমাত্র সুরক্ষিত পথ। বাকি সব কিছুই অনর্থক।”

পাশাপাশি পিকের মন্তব্য, "কমিশনের বেঁধে দেওয়া আদর্শ কোভিড বিধি পুরোপুরি অর্থহীন। কেউ এসব মানে না।"

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ভোট পিছিয়ে দেওয়া হওয়া নতুন কিছু নয়। এর আগেও খোদ এলাহাবাদ এবং উত্তরাখণ্ড হাইকোর্ট ভোট পিছিয়ে দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনকে ভেবে দেখতে অনুরোধ করেছিল। এমনকি এ রাজ্যেও করোনা পরিস্থিতির মধ্যে আট দফায় ভোট হওয়া নিয়ে কম শোরগোল হয়নি।