ভোটের দিন রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য, হাবড়া বিধানসভার ঘটনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/04/2021   শেষ আপডেট: 22/04/2021 10:01 a.m.

ভোটের দিনেই অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধার

ষষ্ঠ দফার শুরুতেই বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছিল। এরমধ্যে ভোটের দিন হাবড়া বিধানসভা এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাবড়া বিধানসভার কৈপুকুর অঞ্চলের জমিদারগেট এলাকা থেকে এই দেহটি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, একটি নিকাশি নালার কাছে স্থানীয় লোকজন একটি দেহ দেখতে পায়। ঘটনার খবর পেয়ে হাবড়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। দেহটির মাথায় এবং পিঠে গভীর ক্ষত চিহ্নের দাগ রয়েছে। তার কোন পরিচয় জানা যায়নি। মৃতদেহটি কোথা থেকে এলো, কিভাবে খুন হলো, নাকি নিছকই আত্মহত্যা এ নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

ভোটের দিন সকালে খোদ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এলাকা হাবড়া বিধানসভার কৈপুকুর অঞ্চলের জমিদারগেট এলাকায় মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গভীর চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, জল নিকাশি নালায় মৃতদেহটি পাওয়া গেছে। সেখানে স্থানীয় লোকজন মৃত পশুদের ফেলতেন। সকালে ওই এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন ব্যক্তি দেহটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে সেখানে বিশাল জমায়েত হয় এবং পুলিশকে খবর পাঠানো হয়। মৃতদেহটির কিছুটা দূরে তিন জোড়া চটি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীরা দেহটি ফেলে রাখা ফেলে রেখে দেওয়ার সময় অসাবধানতাবশত মোবাইল এবং চটি ফেলে দিয়ে যায়। ভোটের শুরুতেই এলাকায় মৃতদেহ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় এক ব্যক্তির কথায়, "আমাদের এলাকায় কখনো কোনো গোলমাল হয়না। কিন্তু এই মৃতদেহ কে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।" পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে।