বিধানসভায় শপথ নিলেন নব নির্বাচিত বিধায়করা, রয়েছেন তারকা প্রার্থীরাও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/05/2021   শেষ আপডেট: 06/05/2021 4:51 p.m.
-

রাজ্যে অমিত মিত্র ফের অর্থমন্ত্রী? শুরু হয়েছে জল্পনা

গতকাল তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ বিধানসভায় নব নির্বাচিত বিধায়করা শপথ নিলেন। সূত্রে খবর, ১৪০ জন মতো বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ হয়েছে। তাঁদের শপথবাক্য পাঠ করান বিধানসভার প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূলের একাধিক হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি আজ শপথ নিয়েছেন বহু তারকা প্রার্থী। ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্র, শশী পাঁজা, অতীন ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েট নেতারা। পাশাপাশি পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা কাঞ্চন মল্লিক, চিরঞ্জিৎ চক্রবর্তী, জুন মালিয়াসহ আরও অনেকেই। বিজেপির নব নির্বাচিত বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, অশোক দিন্দারও আজ শপথ নেওয়ার কথা। আগামীকাল আরও ১৫১ জন নব নির্বাচিত বিধায়ক শপথ নেবেন বলে সূত্রের খবর।

অন্যদিকে রাজ্যে নতুন মন্ত্রী সভা গঠিত হলে কে কী দায়িত্ব পাবেন সে নিয়ে তৈরি হয়েছে বিপুল জল্পনা। আজ এবং কাল নব নির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ শেষ হলেই ৯ মে নতুন মন্ত্রীসভা গঠনের কথা জানা গেছে। সূত্রের খবর, আগের মতোই স্বরাষ্ট্র, পুলিশ, স্বাস্থ্য-সহ একাধিক দপ্তর এবারও নিজের হাতে রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অর্থমন্ত্রকের দায়িত্ব পেতে পারেন ফের অমিত মিত্র। যদিও তিনি এবারের নির্বাচনে শারীরিক অসুস্থতার কারণে অংশগ্রহণ করেননি। তবে অমিত মিত্রের তরফে নাকি সবুজ সঙ্কেত মিলেছে। পরিবহণের দায়িত্বে ফেরানো হতে পারে মদন মিত্রকে। তারকা বিধায়কদের কাঁধে বিভিন্ন দপ্তরের দায়িত্ব পড়তে পারে। সেক্ষেত্রে রাজ চক্রবর্তী, অদিতি মুন্সিকে রাজ্য মন্ত্রিসভায় দেখা যেতে পারে। এছাড়া ক্রীড়া ও যুবকল্যাণ, পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী যাঁরা ছিলেন, তাঁদের হাতেই থাকতে পারে সেই দপ্তর। তবে সব প্রশ্নের উত্তর জানা যাবে ৯ তারিখের পর।