জারি সরকারি নির্দেশিকা, স্কুল কলেজ খোলার তারিখ হলো ঘোষণা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/10/2021   শেষ আপডেট: 28/10/2021 11:08 p.m.

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন নির্দেশিকা জারি করা হলো

এবারে রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হলো আগামী ১৬ নভেম্বর থেকে সরকারি ভাবে কলেজ, এমএসসি বিশ্ববিদ্যালয়, এবং পিএইচডি ও রিসার্চের কাজের জন্য এবারে সমস্ত ইনস্টিটিউশন চালু হতে চলেছে আগামী ১৬ তারিখ থেকে। আর তার আগে সরকারি তরফ আজকে বিকাশ ভবন থেকে নতুন নির্দেশনামা জারি করা হলো।

বিস্তারিত নির্দেশে জানানো হয়েছে, আগামী ১৬ নভেম্বরের মধ্যে সমস্ত স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং রিসার্চ কাজের জন্য কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে তাদের ক্যাম্পাস পরিষ্কার করতে হবে আগামী ১৬ নভেম্বরের মধ্যে। সমস্ত ধরনের প্রটোকল মেনে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে কাজ করতে হবে। টিচিং এবং নন টিচিং স্টাফদের নভেম্বরের ১ম সপ্তাহের মধ্যে কাজে চলে আসতে হবে।

হোস্টেল খুলতে হবে এবং সমস্ত ধরনের করোনা বিধি মেনে চলতে হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে সমস্ত শিক্ষক এবং অন্যান্য কর্মচারীদের জন্য আলাদা ধরনের পাশের ব্যবস্থা করতে হবে নির্দিষ্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে। প্রয়োজন পড়লে স্থানীয় প্রশাসনের সাহায্য গ্রহণ করা যেতে পারে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই করোনা বিধি মানতে হবে।