সম্পত্তির লোভে একরত্তিকে মেরে ফেলল জেঠিমা! চলছে তদন্ত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/08/2022   শেষ আপডেট: 06/08/2022 6:38 p.m.

ঘটনা হাওড়ার

হাওড়ার শ্রীনাথ পোড়েল লেনে, জলের ট্যাঙ্ক থেকে পাঁচদিনের শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। পরিবার সূত্রে খবর, গত ১ অগস্ট হাওড়া জেলা হাসপাতালে এক শিশুপুত্রের জন্ম দেন শামা পরভিন। ৩ অগস্ট হাসপাতাল থেকে সুস্থ সন্তান সহ বাড়ি ফেরেন তিনি। সন্তান আগমনের খুশিতে এলাকাবাসীদের মধ্যে হয়েছিল মিষ্টি বিতরণ।

পরিবারেও ছিল খুশির ছায়া। তবে ওইদিন আচমকাই মায়ের পাশ থেকে উধাও হয়ে যায় সদ্যজাত। শুরু হয় খোঁজাখুঁজি।

সকাল হতেও মেলেনি শিশুর সন্ধান। আজ সকালে বাড়ির বাথরুমের কল খুলতেই দেখা যায় জলের সঙ্গে পড়ছে রক্ত। সন্দেহ হতেই ট্যাঙ্কের ঢাকনা খুলতেই হতভম্ব সকলে। ট্যাঙ্কের ভিতর থেকেই উদ্ধার হয় ওই শিশুর মৃতদেহ। কীভাবে ট্যাঙ্কের ভিতর গেল সদ্যজাত? এলাকার সিসিটিভি ফুটেজে শিশু চুরির কোনও চিত্র ফুটে ওঠেনি। বাড়ির মূল দরজাও ছিল বন্ধ। তাহলে কী পুরোটাই বাড়ির লোকের কারসাজি?

সূত্রের খবর, পরিবারের একাধিক সদস্যের অভিযোগ, দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের ছেলে হওয়ার কারণে সম্পত্তির উত্তরাধিকারী নিয়ে সংশয় হতে, হিংসার বশবর্তী হয়েই এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃত শিশুর মেজো জেঠিমাকে।