দু-সপ্তাহের মধ্যেই রাজ্যে ফের মোদী-সফর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/01/2021   শেষ আপডেট: 30/01/2021 11:15 a.m.
নরেন্দ্র মোদী facebook.com/narendramodi

রাজনৈতিক নয়, শুভেন্দু গড়ে সরকারী কর্মসূচিতে আসতে পারেন প্রধানমন্ত্রী

গত তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন উপলক্ষ্যে কলকাতার নেতাজী ভবন ও গ্রন্থাগার ঘুরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সরকারি অনুষ্ঠানে যোগদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সপ্তাহ দুয়েকের মধ্যেই আবার বঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী। তবে এবারও কোনো রাজনৈতিক নয়, সরকারি কাজেই আসবেন তিনি। শুভেন্দু গড় অর্থাৎ হলদিয়ায় আসতে পারেন তিনি।

বিজেপি সূত্র মারফত জানা গেছে আগামী ৭ই ফেব্রুয়ারি হলদিয়ায় ভারত পেট্রোলিয়ামের একটি সরকারি কর্মসূচিতে যোগ দিতে এরাজ্যে আসবেন নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপি প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফরকে দীর্ঘায়িত করতে সবরকম চেষ্টাই চালাচ্ছে। তবে এখনও প্রধানমন্ত্রীর তরফ থেকে নির্দিষ্ট করে কর্মসূচির পাশাপাশি সভা ও নির্বাচনী প্রচার করবেন কিনা, সে বিষয়ে কিছুই জানানো হয়নি। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর বাতিল হওয়ায় রাজ্যে আগামী ৫-৬ ই ফেব্রুয়ারি পুনরায় রাজ্যে আসবেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। সেই সভাতেও গেরুয়া শিবিরে যোগ দেবেন অনেকেই, এমনটাই সূত্রের খবর।