করোনা নিয়ে ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ফোনে কথা মোদির, তালিকায় নেই মমতা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/05/2021   শেষ আপডেট: 16/05/2021 7:40 p.m.
মমতা মোদী @twitter

গত ১০ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন

করোনা (Corona) পরিস্থিতিতে নাজেহাল গোটা দেশ। প্রতিটি রাজ্যেই প্রতিদিন সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে। সেইসাথে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুহার। এই ভয়াবহ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালদের সাথে ফোনে যোগাযোগ করে রাজ্যের খবর নিয়েছেন। কিন্তু সেই তালিকা থেকে বাদ পড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি গত ১০ দিনে ১৮ জন মুখ্যমন্ত্রী এবং ২ জন উপরাজ্যপালের সাথে কথা বললেও সেই তালিকায় জায়গা করে নিতে পারেনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী প্রথমে গত রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে কথা বলেন। ফোনে কথা বলে তিনি রাজ্যে করোনা পরিস্থিতি, অক্সিজেন, টিকা ইত্যাদি সম্পর্কে খোঁজ নেন। তারপর তিনি কথা বলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পুদুচেরি নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এন আর রঙ্গস্বামী প্রমুখের সাথে।

এছাড়াও প্রধানমন্ত্রীর কাছ থেকে গত ৮ মে একযোগে ফোন পেয়েছিলেন ৪ রাজ্যের মুখ্যমন্ত্রী। তারা হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী স্ট্যালিন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তবে এখনো অব্দি প্রধানমন্ত্রীর থেকে কোনো ফোন পাননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলাতে দিনের-পর-দিন পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমনের মাত্রা। তাহলে কি একুশে বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার বাংলায় জিততে পারেনি বলে বাংলার সাথে সুসম্পর্ক রাখতে চান না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?