সাংবাদিক সম্মেলনে প্রশ্ন এড়ালেন নাড্ডা; অনুপস্থিত শুভেন্দু— অস্বস্থিতে রাজ্য বিজেপি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/01/2021   শেষ আপডেট: 10/01/2021 5:57 a.m.
-

রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে— অসন্তোষ বিজেপির একাংশেও

বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একদিনের রাজ্য সফরে আসায় খানিক অস্বস্তি বাড়লো রাজ্য বিজেপির।

প্রথমত, সকাল ১১ টা থেকে রাত অবধি রাজ্যে থাকলেও একবারও নাড্ডার সাথে দেখা করলেন না শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির প্রথমসারির সব নেতাদের নাড্ডার পাশে দেখা গেলেও শুভেন্দুর অনুপস্থিতি নজর কেড়েছে সকলেরই। বিজেপিতে যোগদানের পর যাবতীয় বড়ো কর্মসূচিতে দেখা গেছে শুভেন্দুকে। সেখানে সর্বভারতীয় সভাপতির সমাবেশে অনুপস্থিতি স্বাভাবিকভাবেই প্রকটভাবে ধরা পড়েছে। যদিও দলের পক্ষে জানানো হয়েছে আসন্ন কয়েকটি সভার প্রস্তুতির কাজেই ব্যস্ত ছিলেন শুভেন্দু। ফলে শনিবার অনুপস্থিত থাকার ব্যাপারে নাকি অবগত ছিলেন সকলেই।

দ্বিতীয়ত, দিনের শেষে সাংবাদিক সম্মেলনে একেরপর এক প্রশ্ন এড়িয়ে গেলেন নাড্ডা। সরিসরি উত্তরই দিলেন না অনেক প্রশ্নের। এমনকি ‘রাজকুমার’ বলতে তিনি কাকে বলছেন সেই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “কেন আমার মুখে শুনতে চাইছেন? আমি রাজকুমার বললে উপস্থিত জনতাই নাম বলে দিচ্ছে তার।” আবার পিএম কিষান প্রকল্প থেকে শুরু করে রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে বিজেপি কি ভাবছে সেই বিষয়েও স্পষ্ট উত্তর দিতে পারেননি নাড্ডা। তিনি বলেন, “ভোট যত এগিয়ে আসবে আমরা ততো আমাদের ভাবনা পরিষ্কার করে দেবো।” রাজ্যে হঠাৎ রাজ্যপাল এবং বিজেপি নেতা বিএল সন্তোষের বৈঠকের ব্যাপারেও মুখে কুলুপ আঁটেন তিনি।

ফলে সারাদিনের পর বিজেপি শিবিরে এই যাবতীয় বিষয় নিয়ে খানিক চাপ যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।