জেলায়-জেলায় বাড়ছে মদের দোকানের সংখ্যা, আয় বাড়াতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/11/2022   শেষ আপডেট: 08/11/2022 8:35 p.m.
unsplash.com

সরকারি এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে "বেভকো-রিটেল শপ"

সুরাপ্রেমীদের জন্য সুখবর। জেলায়-জেলায় আরও বাড়ছে মদের দোকানের সংখ্যা। জানা যাচ্ছে, এবার জেলায় ফ্রাঞ্চাইজির মাধ্যমে মদের দোকান খুলবে রাজ্য সরকার। আয় বৃদ্ধি এবং বিষ মদের নিয়ন্ত্রণ রুখতে এমন ভাবনা সরকারের। পশ্চিমবঙ্গে রাজ্য বেভারেজ কর্পোরেশন ইতিমধ্যে টেন্ডার ডেকে ফ্রাঞ্চাইজি খুঁজছে। সরকারি এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে "বেভকো-রিটেল শপ"।

প্রাথমিকভাবে এধরনের মদের দোকান খুলতে উত্তরের তিন জেলাকে বেছে নেওয়া হয়েছে। যেখানে মিলবে দেশে (ভারতে) তৈরি হওয়া বিদেশি ব্র্যান্ডের মদ ও দেশি মদ। 

যাদের ইতিমধ্যেই মদের দোকান রয়েছে তারা এই ফ্রাঞ্চাইজি পাবেন না। একজন ব্যক্তি তিনটি এলাকার ফ্রাঞ্চাইজির জন্য আবেদন করতে পারবেন। সরকারি সূত্রে খবর, গ্রাম পঞ্চায়েত এলাকায় ফ্র্যাঞ্চাইজি নিতে দিতে হবে ১ লক্ষ টাকা, পুরসভা বা নোটিফায়েড এলাকার জন্য দেড় লক্ষ ও পুরনিগমের জন্য ৪ লক্ষ টাকা দিতে হবে। এছাড়া এক বছরে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ পঞ্চায়েত এলাকায় দিতে হবে ১৫ হাজার টাকা, পুরসভা এলাকায় ৩০ হাজার টাকা এবং পুরনিগম এলাকায় দিতে হবে ৫০ হাজার টাকা।