রবিবার সাতসকালে ফের মুর্শিদাবাদের ডোমকলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ট্রাকচালক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/04/2022   শেষ আপডেট: 24/04/2022 10:25 a.m.
https://www.facebook.com/profile.php?id=100079276386475

দিন দশেক আগেই ঘটেছিল বাস দুর্ঘটনা, পরপর দুর্ঘটনায় প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ

রবিবার ছুটির দিনে ফের মুর্শিদাবাদে (Murshidabad) মর্মান্তিক বাস দুর্ঘটনা (Bus Accident)। ঘটনায় নিহত হয়েছেন ১ জন। গুরুতর আহত ১০ জনের বেশি। আহতদের স্থানীয় ডোমকল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ঠিক কী ঘটেছিল এদিন? সূত্রের খবর, করিমপুর রঘুনাথপুর ভায়া বহরমপুরের একটি বেসরকারি বাস করিমপুর থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। ডোমকলের কাছে হারুরপাড়া মাঠ এলাকায় একটি ছোট ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দু'টির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় ট্রাক চালক আনারুল হকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাসের অধিকাংশ যাত্রী।

খবর পেয়েই ঘটনাস্থলে আসে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় ডোমকল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত আনারুল হকের বাড়ি মালদাতে বলে সূত্রের খবর। ঘটনার পর রাস্তার বেহাল দশার দিকে আঙুল তুলেছেন এলাকাবাসী।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল বুধবার সাত সকালেই ভয়াবহ বাস দুর্ঘটনার (Bus Accident) সাক্ষী ছিল মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল এলাকার লোকজন। বহরমপুর করিমপুর রাজ্য সড়কে একটি যাত্রী বোঝাই বাসের সঙ্গে বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছিল। ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তবে স্থানীয় সূত্রে খবর, এই ভয়াবহ বাস দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ২০ থেকে ২৫ জন। বারবার এই রাজ্য সড়কে বাস দুর্ঘটনার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।