"ফুল" পরিবর্তন করল সপুত্র মুকুল! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ মুকুল শুভ্রাংশুর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/06/2021   শেষ আপডেট: 11/06/2021 5:31 p.m.
মুকুল রায়ের তৃণমূল যোগদান facebook.com/AITCofficial/

"ঘরের ছেলে" বলে মুকুল রায়কে দলে ফিরিয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বঙ্গ রাজনীতিতে রাজনৈতিক অধ্যায়ের আজ যেন একটি সম্পূর্ণ বৃত্ত সম্পন্ন হল। চার বছর আগে ঘাসফুল শিবির ত্যাগ করে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন মুকুল রায়। সম্প্রতি তিনি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে নিযুক্ত ছিলেন এবং সেই সঙ্গে কৃষ্ণনগর উত্তরের জয়ী বিধায়ক ছিলেন। কিন্তু আজ ফুল পরিবর্তন করে পদ্ম থেকে ঘাসফুলে ফিরে গেলেন মুকুল রায় (Mukul Roy)। সঙ্গী পুত্র শুভ্রাংশু রায়। পিতা পুত্র আজ অর্থাৎ শুক্রবার তৃণমূল ভবনে দলীয় পতাকা হাতে তুলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলে ফের যোগদান করলেন। তাঁকে "ঘরের ছেলে" বলে সম্বোধন করে ঘরে তুলে নিলেন খোদ তৃণমূল সুপ্রিমো। তৃণমূল (TMC) যোগদানের পর মুকুল রায় বলেছেন, "বিজেপি থেকে বেরিয়ে খুব ভাল লাগছে। নতুন আঙিনায় এসেছি, পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর এটা ভেবে ভাল লাগছে, বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে। সামনে থেকে নেতৃত্ব দেবেন মমতা।"

আসলে বেশ কয়েকদিন ধরেই বঙ্গ রাজনৈতিক মহলে মুকুল রায় এবং শুভ্রাংশু রায়ের তৃণমূলে যোগদানের সম্ভাবনা প্রকট হচ্ছিল। আসলে বিজেপিতে যোগদান করার পর থেকেই কিছুটা কোণঠাসা হয়েছিলেন মুকুল রায়। এবারের বিধানসভা নির্বাচনে প্রচার এর সময় মমতার মুখে বারংবার মুকুল রায়ের জন্য সমবেদনা প্রকাশ করতে দেখা গিয়েছে। তারমধ্যে মুকুল রায়কে কৃষ্ণনগর উত্তরে দাঁড় করানোয় সেই অবহেলা আরও প্রকট হয়। নির্বাচনের পর মুকুল রায় এবং তার স্ত্রী কৃষ্ণা দেবী করোনা আক্রান্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের খোঁজ নেন। প্রথমে কোন বিজেপি নেতৃত্বকেই তাদের খোঁজ নিতে জানা যায়নি। পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোল করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেন এবং দিলীপ ঘোষ হাসপাতালে গিয়ে দেখা করেন। কিন্তু তাতেও মন গলেনি মুকুল রায় এবং তার পুত্রের। আজ শুভ্রাংশু তৃণমূলে যোগ দিয়ে বলেছেন, "আমরা ভুল করেছি।"