স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াত করেছে ২ কোটির বেশি যাত্রী, লকডাউন পরিসংখ্যান প্রকাশ রেলের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/07/2021   শেষ আপডেট: 27/07/2021 3:12 p.m.

স্টাফ স্পেশাল ট্রেন থেকে গত ৩ মাসে কোটি টাকার বেশি আয় করেছে রেল

করোনা (Corona) পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে লোকাল ট্রেন (Local Train) পরিষেবা। কিন্তু হাওড়া (Howrah) এবং শিয়ালদহ (Sealdah) ডিভিশনে কড়া বিধি-নিষেধের মধ্যে বেশ কিছু স্টাফ স্পেশাল (Staff Special) লোকাল ট্রেন চলছিল। জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই ট্রেনে যাতায়াত করছেন। সম্প্রতি একটি পরিসংখ্যানের মাধ্যমে জানা গিয়েছে যে চলতি বছরের মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত, ৩ মাসে স্টাফ স্পেশাল ট্রেনে ২ কোটিরও বেশি যাত্রী যাতায়াত করেছেন। মে মাসে শিয়ালদহ ও হাওড়া স্টেশনে লোকাল ট্রেনে যাতায়াত করেছেন ১৮ লাখ ১১ হাজার যাত্রী। এর ফলে রেলের আয় হয়েছে ৬৪ লাখ ৬৫ হাজার টাকা। জুন মাসে লোকাল ট্রেনে যাতায়াত করেছেন ১৮ লাখ ৪৮ হাজার যাত্রী। এতে রেলের উপার্জন হয়েছে ৭১ লাখ ৩১ হাজার টাকা। তবে জুন মাসের পর জুলাই মাসে উল্লেখযোগ্যভাবে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জুলাই মাস শেষ হওয়ার আগে ইতিমধ্যেই লোকাল ট্রেনে যাতায়াত করেছেন ৩১ লাখ যাত্রী। এর ফলে রেলের উপার্জন হয়েছে ১ কোটি ১৫ লাখ ৪৬ হাজার টাকা।

পরিসংখ্যান থেকে স্পষ্ট যে প্রতিমাসে স্টাফ স্পেশাল ট্রেনে যাত্রীসংখ্যা লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। এতে রেলের উপার্জন হলেও, তা যথেষ্ট নয়। করোনা আবহে লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকায় প্রচুর ক্ষতি হচ্ছে রেলের। ক্রমশ হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কিছু লোকাল ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, বর্তমানে শিয়ালদহ ডিভিশনে ৪৬২টি ও হাওড়া ডিভিশনে ২০৪টি ট্রেন চলছে। অতিরিক্ত যাত্রীর ভিড় সামলাতে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে যথাক্রমে ৭২টি ও ১০টি ট্রেন বাড়ানো হবে।