ভোট মিটতেই সৌজন্য জ্ঞাপন মোদি মমতার, প্রিয় দিদিকে জয়ের শুভেচ্ছা জানালেন মোদি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/05/2021   শেষ আপডেট: 02/05/2021 10:15 p.m.
মমতা মোদী @twitter

নির্বাচন শেষ হওয়ার পরেই কালীঘাট মন্দিরে গিয়ে পূজা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় সদর্পে ঘোষণা করেছিলেন, এবারের নির্বাচনে যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে তিনি আবার যাবেন কালীঘাট মন্দিরে, গিয়ে পূজা দিয়ে আসবেন তিনি। যেমন কথা তেমন কাজ মমতার। রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। যেরকম মনে হয়েছিল, বিজেপির ফলাফল একেবারেই সেরকম নয়। আর বাম কংগ্রেসের অবস্থা তো একেবারে শোচনীয়। ২০০ পার করার পরেই নিজের শপথ রক্ষা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন সেলিব্রেশন এবং উচ্ছাস নয় সোজা ভাইপো অভিষেককে নিয়ে চলে গেলেন কালীঘাট মন্দিরে। তার সঙ্গে ছিলেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। পহেলা বৈশাখে পুজো দিতে গিয়েছিলেন কালীঘাট মন্দিরে, তখন তিনি বলেছিলেন, ২মে ভোটে জিতে সবার আগে মায়ের কাছে আসবো। সেই কথা রাখলেন তৃণমূল নেত্রী।

অন্যদিকে, সমস্ত তিক্ততা মিটিয়ে নিয়ে মোদি সৌজন্য দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সৌজন্যে জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। যখন ভোট প্রচার চলছিল তখন লাগাতার দিদি ও দিদি বলতে বলতে একেবারে ভোট মঞ্চ মাতিয়ে রাখতেন মোদি। এখন সেই তিনি জয়লাভ করার পরে অন্য সুর মোদির গলায়। শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্য সরকারকে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলা করার সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।