মুর্শিদাবাদে গ্রেফতার হওয়া জঙ্গিদের নিঃশর্ত মুক্তির দাবি জানালেন তৃণমূলের মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/10/2020   শেষ আপডেট: 24/10/2020 1:05 a.m.

মুসলমানদের হেয় করতে NIA কে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার - সিদ্দিকুল্লা চৌধুরী

রাজ্যে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি নিয়ে বরাবর রাজ্য সরকারের সমালোচনা করে এসেছে বিরোধীরা। সেই সমালোচনা করার সুযোগ আরও বাড়িয়ে দিলো রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর করা মন্তব্য। রাজ্যে গ্রেফতার হওয়া আল কায়দা জঙ্গিদের নিঃশর্ত মুক্তির দাবি জানালেন তিনি।

গত ১৮ সেপ্টেম্বর রাতে মুর্শিদাবাদ থেকে ৬ জন এবং কেরল থেকে ৩ জন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে NIA। জমাতে উলেমায়ে হিন্দ-এর প্রধান তথা এই মন্ত্রীর দাবি, শুধু মুসলমান বলেই গ্রেফতার করা হয়েছে তাদের। একইসাথে NIA-র এই কার্যকলাপকে যুদ্ধের সাথে তুলনা করে তিনি বললেন, "NIA যা করছে তা যুদ্ধের থেকে কিছু কম নয়। রাতে অস্ত্র নিয়ে গ্রামে ঢুকে ৬ জনকে গ্রেফতার করে নিয়ে গেল তারা। কেন গ্রেফতার করল কেউ জানে না। আমি বলছি, শুধু মুসলমান বলেই ওদের গ্রেফতার করা হয়েছে। আমি স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি ওরা নিরপরাধ। ওদের নিঃশর্ত মুক্তি চাই।" একইসাথে কেন্দ্রীয় সরকার সাম্প্রদায়িক কারণে NIA কে ব্যবহার করছে বলে অভিযোগ করেন সিদ্দিকুল্লা চৌধুরী।