করোনা আক্রান্ত অবস্থাতেও থেমে নেই রাজ্যের মন্ত্রী নির্মল মাজি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/11/2020   শেষ আপডেট: 02/11/2020 5:19 a.m.
-facebook

অসুস্থ চিকিৎসকদের পাশে দাঁড়ালেন; যদিও মন্ত্রীর ভূমিকায় তৈরি হচ্ছে বিতর্ক

নিজে করোনা আক্রান্ত এবং চিকিৎসাধীন। ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজে। তবু মেডিক্যাল কলেজের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের অসুস্থতার খবর পেয়ে ছুটে যাচ্ছেন তাঁদের পাশে। মানুষটির নাম নির্মল মাজি। রাজ্যের শ্রম মন্ত্রী নির্মল মাজি মস্তিষ্কের রক্তক্ষরণের সমস্যা নিয়ে বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সে ভর্তি হন। সেখান থেকে ছাড়া পাওয়ার কিছুদিনের মধ্যেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। ভর্তি হন কলকাতা মেডিক্যাল কলেজে। ভর্তি থাকাকালীন হাসপাতালের চিকিৎসকদের অসুস্থতার খবর পেয়ে তৎক্ষণাৎ তাঁদের কাছে গিয়ে পৌঁছান মন্ত্রী। অসুস্থ চিকিৎসকদের খোঁজখবর নেন তিনি।

নিজের অসুস্থতার মধ্যেও তাদের পাশে দাঁড়ানোয় আপ্লুত মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। মন্ত্রীর থেকে এরূপ মানবিকতা পেয়ে উচ্ছ্বসিত তাঁরা। যদিও করোনা আক্রান্ত অবস্থাতে মন্ত্রীর এইভাবে হাসপাতাল চত্বরে ঘুরে বেড়ানো নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তবে চিকিৎসকদের অসুস্থতায় তাঁদের পাশে দাঁড়িয়ে নিজের সামাজিক কর্তব্য পালন করেছেন বলে মনে করছেন নির্মল মাজি।