পারিবারিক অশান্তির জের! মেদিনীপুরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দু'বছরের শিশুর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/03/2022   শেষ আপডেট: 17/03/2022 1:31 p.m.

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মা

পারিবারিক অশান্তির জের! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দু’বছরের শিশুর। একই সঙ্গে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মা। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর ব্লকের ছেড়ুয়া গ্রামে। এলাকাবাসী সূত্রের খবর, ওই গ্রামটি বাজি তৈরির গ্রাম হিসেবেই পরিচিত। সেখানে বাড়িতে বাড়িতে আতসবাজি তৈরি হয়। তবে তার জেরেই কী বাড়িতে আগুন লাগে? নাকি পিছনে রয়েছে অন্য কারণ? তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

জানা গিয়েছে, বাড়ির মালিকের নাম শেখ কাশীরুদ্দিন। অগ্নিদগ্ধ হয় তাঁর স্ত্রী রুকসানা বিবি এবং তাঁদের দু’বছরের শিশুপুত্র আবদুল মণ্ডল। গতকাল রাতেই তাঁদের মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। তবে আজ সকালে মৃত্যু হয় একরত্তির। অন্যদিকে অবস্থার অবনতি ঘটছে শিশুটির মায়ের।

প্রতিবেশী সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই সম্পর্কে তিক্ততা এসেছিল স্বামী-স্ত্রীর। কিছুদিন আগে নাকি রুকসানাকে মারধর করা হয়েছিল। তাই রুকসানা বিবির পরিবারের তরফে তদন্তের দাবি করা হচ্ছে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে বাজির তৈরির সামগ্রী মজুত থাকত। বাড়িতে শব্দবাজিও মজুত ছিল। সেই বারুদ থেকেই আগুন লেগেছে।