মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোদীর ব্রিগেডের দিনই শিলিগুড়িতে সিলিন্ডার মিছিল করবেন মমতা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/03/2021   শেষ আপডেট: 06/03/2021 1:50 p.m.
twitter

নির্বাচনী যুদ্ধে জমজমাট রবিবার

ভোটের দামামা বেজে গেছে। নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা হস্তান্তর থেকে শুরু করে শাসক দলের প্রার্থী ঘোষণার কাজও সম্পন্ন হয়েছে। এবার ফিনিশিং টাচ বা শেষ মুহূর্তের প্রচার-প্রস্তুতির পালা। উত্তরবঙ্গের উদ্দেশ্য রওয়ানা হয়ে রবিবার শিলিগুড়ি থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের বেলাগাম মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলিন্ডার নিয়ে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। শিলিগুড়ির পাশাপাশি সমস্ত বাংলা জুড়েই নেতা কর্মীদের ওইদিন সিলিন্ডার মিছিলে অংশ নেবার আদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, ওইদিনই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড সমাবেশের জন্য। ওই সমাবেশে থাকবে একাধিক চমক, এমনটাই সূত্রের খবর। মোদীর মঞ্চে জায়গা করে নেবেন মিঠুন চক্রবর্তী সহ আরও বিজেপিতে যোগদানকারী অভিনেতা অভিনেত্রীরা। ভারতীয় ক্রিকেটার তথা কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরও, এমনকি বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমারও হাজির হতে পারেন ব্রিগেডের বিজেপি সভায়। ইতিমধ্যেই তিনটি অতিরিক্ত স্পেশাল ট্রেনে করে রাজ্যের তিন প্রান্ত থেকে কর্মী সমর্থকদের বোঝাই করে ময়দানে আনার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই রাজনৈতিক রণাঙ্গণ রবিবার জমজমাট।

সিলিন্ডার মিছিলের কর্মসূচি সেরেই ১০ই মার্চ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে নিজের মনোনয়ন পত্র জমা দেবেন মুখ্যমন্ত্রী।