বিধানসভা নির্বাচনে "লাকি" নন্দীগ্রামের প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/01/2021   শেষ আপডেট: 18/01/2021 3:30 p.m.
নন্দীগ্রাম জনসভায় মমতা facebook@AITC Official

মমতা জানালেন, "আমি নন্দীগ্রামকে ভালবাসি ও আমি নন্দীগ্রাম থেকে লড়বো"

দীর্ঘ কয়েক বছর বাদে আজ অর্থাৎ ১৮ জানুয়ারি সোমবার নন্দীগ্রামের মাটিতে পা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ নন্দীগ্রামের তেখালিতে একটি জনসভায় যোগদান করেছেন। তারপর শোভা চলাকালীন হঠাৎই তেখালি বাজারের জনসভায় উপস্থিত জনতার অবাক করে তিনি বলেছেন, "আসন্ন বিধানসভা নির্বাচনে আমি যদি নন্দীগ্রামে প্রার্থী হিসেবে দাঁড়ায় তাহলে কেমন হয়?" এছাড়াও তিনি এদিন বলেছেন, "আন্দোলনকে কেউ কোনদিন ভোলে না। আমি নন্দীগ্রামকে ভালবাসি। আমি নন্দীগ্রাম থেকে লড়বো। নন্দীগ্রাম থেকে নতুন করে জন্ম নেবে তৃণমূল।" সেই সাথে তিনি সুব্রত বক্সীকে মঞ্চ থেকে নির্দেশ দিয়ে বলেছেন, "আমি সুব্রত বক্সীকে অনুরোধ করবো এটা আমার ইচ্ছা হয়েছে যে আমি নন্দীগ্রামের প্রার্থী হব। আমার মনোবাসনা এটা। ভবানীপুরকে আমি অবজ্ঞা করছি না। ভবানীপুরে ভালো প্রার্থী দেবো আমি। বক্সীকে বলবো যেন আমার নামটা নন্দীগ্রামে থাকে।"

এছাড়াও এদিন সভামঞ্চে উপস্থিত হয়ে জনসভা শুরু করার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আন্দোলনের সময় নিখোঁজ ১০ জনের পরিবারের হাতে ক্ষতিপূরণ হিসেবে ৪ লাখ টাকা করে অনুদান তুলে দিয়েছেন। তিনি তখন বলেছেন, "নন্দীগ্রামে যখন আন্দোলন হয়েছিল তখন ১৪ মার্চ অনেকে মারা গিয়েছিল। কিন্তু এখনও ১০ জন মানুষ নিখোঁজ আছে। তাই সেই মানুষগুলি পরিবারের হাতে চার লক্ষ টাকা করে অনুদান দিচ্ছি। আজকের এই মঞ্চ সরকারি মঞ্চ এবং সরকারি মঞ্চ থেকেই ৪ লাখ টাকার সরকারি সাহায্যের চেক তুলে দিচ্ছি নিখোঁজদের পরিবারের হাতে।" এছাড়াও শহীদ পরিবাররা মাসিক হাজার টাকা করে পেনশন পাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।