"বিজেপি বহিরাগতদের এনে করোনা ছড়াচ্ছে", রাজ্যে ঊর্ধ্বমুখী সংক্রমনে বিজেপিকে তোপ মমতা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/04/2021   শেষ আপডেট: 14/04/2021 8:16 p.m.
-twitter@AITC @yogiadityanath

বাংলায় প্রচার করার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনা আক্রান্ত হয়েছেন

চলতি বছরের শুরুতে করোনার প্রভাব কিছুটা কমলেও এপ্রিল মাসে শুরু থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমনের হার। গতকাল ২৪ ঘন্টায় দেশজুড়ে দৈনিক সংক্রমণ হয়েছে ১ লাখ ৮৪ হাজার যা সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। পশ্চিমবঙ্গেও পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। ভোটের মরশুমে রীতিমতো শিকেয় উঠেছে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা। জেলায় জেলায় চলছে জনসভা ও রোড শো যেখানে সামাজিক দূরত্ব তোয়াক্কা না করে জমায়েত হচ্ছে হাজার হাজার মানুষের। এই পরিস্থিতিতে রাজ্যের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ দেখে রীতিমতো উদ্বেগে আছে গোটা রাজ্যবাসী। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "রাজ্যে আমি ঠিক করে দিয়েছিলাম সব। কিন্তু কেন্দ্রের জন্য আবার বাড়ছে করোনা। ভোটের জন্য বিজেপি বাইরে থেকে বহিরাগত নিয়ে আসছে। তারাই রোগ ছড়াচ্ছে।"

প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপির জন্য বারবার রাজ্যে প্রচার করতে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ অর্থাৎ বুধবার তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছেন যে তিনি করোনায় আক্রান্ত হয়েছে। তিনি বর্তমানে সেল্ফ আইসোলেশনে রয়েছেন। তিনি টুইটারে লেখেন, "শরীরে করোনার উপসর্গ দেখতেই আমি টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজেটিভ এসেছে। বর্তমানে সেল্ফ আইসোলেশনে আছি। চিকিৎসকদের পরামর্শ নিয়ে এখন ভার্চুয়ালি কাজ করব।" অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় রাজ্যের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফের জন্য দায়ী করেছেন মোদি শাহকে। তিনি স্পষ্ট বলেছেন যে বিজেপি বহিরাগতদের বাংলায় নিয়ে এসে করোনা ছড়াচ্ছে।