কৃষি আইন বাতিলের জন্য বিধানসভা ডাকার প্রস্তাব দিলেন মমতা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/01/2021   শেষ আপডেট: 05/01/2021 6:03 a.m.
facebook.com/MamataBanerjeeOfficial

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে শীঘ্রই বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হবে

বেশ কিছুদিন ধরেই দেশের রাজনীতি সরগরম হয়ে আছে কৃষি আইনের আন্দোলনকে ঘিরে। এরইমধ্যে বাংলার মমতা সরকার কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে এর আগেও গলায় সুর তুলেছে। এর আগেই সিঙ্গু এলাকায় অবস্থানরত কৃষকদের সাথে কথা বলেছিলেন তিনি। এবার আজ অর্থাৎ সোমবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে শীঘ্রই বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হবে। সেই অধিবেশনে কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাবনা হবে। এতদিন ধরে বাংলার শাসকদল কৃষকদের আশ্বাস দিয়েছিল যে তারা তাদের পাশে আছে। এবার তার বাস্তবতার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তৃণমূল সুপ্রিমো।

আজকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমি চাই তিনটে কৃষক বিরোধী আইন অবিলম্বে বাতিল হোক। আমরা দুই একদিনের জন্য হলেও বিধানসভায় বিশেষ অধিবেশন রাখবো। সেখানে কৃষি আইনের বিরুদ্ধে একটা প্রস্তাব নিয়ে আসব।" সেইসাথে তিনি বলেন, "আমরা চেষ্টা করব যাতে সবাই মিলে প্রস্তাবটা পাশ করাতে পারি। তবে বিজেপি অবশ্যই করবে না সেটাই স্বাভাবিক। কিন্তু আশাকরি অন্যান্যরা আমাদের সাথে থাকবে।"

কৃষকদের আন্দোলনে বিজেপির বিরুদ্ধে প্রথম থেকেই দাঁড়িয়েছে বাম কংগ্রেস জুটি। তারা কিছুদিন ধরেই রাজ্য সরকারকে কৃষি আইন বাতিলের জন্য প্রস্তাব আনার দাবি জানিয়েছিল। অবশেষে তাদের কথা মানল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল সুপ্রিমো বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের পাশে থাকার মধ্যে দিয়ে বিজেপি বিরোধিতাকে আরো তীব্র করতে চাইছে। এটা হতে পারে মমতার একুশে নির্বাচনী মাস্টারস্ট্রোক।