"বাংলায় ৪৬ টি জেলা হতে পারে", টাউন হল থেকে ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/05/2022   শেষ আপডেট: 12/05/2022 5:31 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

আজ WBCS অফিসারদের কাজের ব্যাপক প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলায় জেলার সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিয়ে রাজ্য সরকারের আমলাদের জন্য দরাজ হতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। বৃহস্পতিবার টাউন হল থেকে WBCS অফিসারদের জন্য একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে টাউন হলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং বীরভূমের বিডিও ও ডিএমদের প্রশংসায় পঞ্চমুখ হন মুখ্যমন্ত্রী। প্রশংসার পাশাপাশি আমলাদের আর‌ও বেশী করে কাজে লাগানোর কথাও বললেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "কোভিডকাল থেকেই WBCS অফিসাররা খুব ভাল কাজ করেছেন। আমলারাই সরকারের আসল মুখ। আমার নজরে রয়েছে কারা কীভাবে কাজ করছেন। আগামীতে জেলা বাড়ানো হবে।"

এদিন মুখ্যমন্ত্রী অদূর ভবিষ্যতে আরও জেলা বাড়ানোর কথাও জানান। মমতার কথায়, "এখন বাংলায় ২৩ টি জেলা। আগামী দিনে ৪৬ টি হতে পারে।" পাশাপাশি তাঁর সংযোজন, "প্রয়োজনমত অফিসার আমরা পাচ্ছি না। তাই জেলা বাড়াতে পারছি না। আমরা জেলা বাড়াতে চাই।" এর পাশাপাশি WBCS পদ বাড়ানোর কথাও ঘোষণা করেন। মমতা বলেন, "আমরা জেলা আর‌ও বাড়াব। অফিসারদের কথা ভেবেই করা হবে। যাতে ক্যারিয়ার নষ্ট না হয়। আপনাদের সব জায়গায় যাতে ব্যবস্থা করা যায়।"

এরপরই তিনি এদিন টাউন হল থেকে একাধিক ঘোষণা করেন WBCS অফিসারদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আপনাদের সব জায়গায় যাতে ব্যবস্থা করা যায়, তাই আমরা WBCS অফিসারদের জন্য জয়েন্ট, অ্যাডিশনাল সেক্রেটারির পোস্ট বাড়িয়েছি। নতুন করে WBCS-এর কোটা আরও বাড়াতে হবে। দরকার হলে আমরা জেলা বাড়াব।" তাঁদের ভালো করে কাজের জন্য উদ্বুদ্ধ করেছেন মাননীয়া।

অবশ্য এদিন রাজ্য সরকারের আমলাদের জন্য একাধিক ঘোষণার মাঝেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বললেন, "কেন্দ্র প্রয়োজন মতো আইএএস অফিসার দিচ্ছে না। রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না। একাধিকবার এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলেও কোনও লাভ হয়নি। পাওনা টাকা থেকে বঞ্চিত বাংলা।" প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যে রাজ্য পরিচালনার ব্যাপারে আমলাদের উপর অধিক নির্ভরশীল, তা প্রায়শ‌ই শোনা যায়। টাউন হলের এই অনুষ্ঠানের পর বিষয়টি প্রকাশ্য দিবালোকে আর‌ও বেশী স্পষ্ট হল তা বলাই বাহুল্য।