কেন্দ্রীয় নির্দেশিকার তোয়াক্কা না করে সিনেমাহলে সম্পূর্ণ আসন ক্ষমতার অনুমোদন মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/01/2021   শেষ আপডেট: 09/01/2021 2:28 a.m.
-twitter

চলচ্চিত্র উৎসব উদ্বোধনের দিন চমকে দেওয়া ঘোষণা মমতার

করোনা পরিস্থিতি চলার কারণে প্রত্যেকটি প্রেক্ষাগৃহে ৫০ শতাংশ দর্শককে প্রবেশের অনুমতি দিয়েছিল কেন্দ্র। তবে মাত্র অর্ধেক জনগণ নিয়ে সিনেমা হল চালানো অত্যন্ত সমস্যাজনক হয়ে পড়ছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছিলেন সিঙ্গেল স্ক্রীন থিয়েটারের মালিকেরা। এবার সেই আরজির ভিত্তিতে চলচ্চিত্র উৎসব উদ্বোধনের দিন সকলকে চমকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করলেন, পশ্চিমবঙ্গের সিনেমা হলে ১০০ শতাংশ আসন ভর্তি করা যাবে।

তবে মমতা প্রথম নয়, এর আগেও কেন্দ্রের নির্দেশিকার বিপরীতে হেঁটে তামিলনাড়ু সরকার ১০০ শতাংশ উপস্থিতির অনুমোদন দিয়েছিল প্রেক্ষাগৃহে। কিন্তু বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে নির্দেশিকা জারি করে বলা হয়, ওই নির্দেশ বাতিল করতে হবে তামিলনাড়ু সরকারকে। বিবৃতি অনুযায়ী জানানো হয়েছে, "ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের আওতায় কেন্দ্রের কোন নির্দেশিকা রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চল লঙ্ঘন করতে পারে না। তাই কেন্দ্রের নির্দেশিকা সম্পূর্ণরূপে মেনে চলতে হবে তামিলনাড়ু সরকারকে। তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্রের নির্দেশ অমান্য করে চমকে দিলেন মমতা ব্যানার্জি।