Cabinet Reshuffle: বড় রদবদল মন্ত্রীসভায়! রাজভবনে শপথবাক্য পাঠ ৭ নতুন মুখের, কারা তাঁরা?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/08/2022   শেষ আপডেট: 03/08/2022 7:04 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

রাজভবনে নতুন ৭ মুখ-সহ মোট ৯ মন্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন অস্থায়ী রাজ্যপাল লা গণেশন

জেলাভাগ হ‌ওয়ার পর অনুমান করা গিয়েছিল‌ই যে মন্ত্রীসভাতে বড় রদবদল (Cabinet Reshuffle) হতে চলেছে। জেলাস্তরের পরিবর্তনের পাশাপাশি তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইঙ্গিত দিয়েছিলেন যে মন্ত্রিসভাতেও এবার পরিবর্তন করা হবে। এছাড়াও জানিয়েছিলেন ৪-৫ জন দায়িত্ব পেতে চলেছে দলবদলু নতুন মুখেরাও। আর হল‌ও তাই, ২০২১ সালে তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় রদবদল ঘটল। আজ অর্থাৎ বুধবার, ৩ আগস্ট রাজভবনে নতুন ৭ মুখ-সহ মোট নয় মন্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন অস্থায়ী রাজ্যপাল লা গণেশন (La Ganeshan)। এদিন রাজভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত ছিলেন না।

নতুন মুখেদের মধ্যে রয়েছেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী, তাজমূল হোসেন, সত্যজিৎ বর্মনরা।

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন তাজমূল হোসেন ও সত্যজিৎ বর্মন।

অন্যদিকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করলেন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৌধুরী।