পড়াশোনায় মন নেই মেয়ের, মায়ের বকাবকিতে 'অপমানিত' হয়ে আত্মঘাতী কিশোরী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/12/2021   শেষ আপডেট: 01/12/2021 10:39 p.m.
~pixabay

মোবাইলের নেশা থাকার কারণে সারাদিন মোবাইলে ডুবে থাকতো ওই কিশোরী

আরো একবার রাজ্যে নাবালিকা আত্মহত্যার ঘটনা রীতিমতো সকলকে চমকে দিয়েছে। বছর ১৫র কিশোরী তনুশ্রী খালুয়ার আত্মহত্যার ঘটনায় রীতিমতো সরগরম হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের সবঙ। তবে এই ঘটনার মূলে কিন্তু আছে মোবাইল ফোন আসক্তি। জানা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুরের একটি স্থানীয় স্কুলের দশম শ্রেণীর ছাত্রী হলো তনুশ্রী। এবারের মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা, কিন্তু কোনভাবেই সে পরীক্ষায় মন দিচ্ছে না। সারাদিন মোবাইল ফোনে মেতে থাকত সে।

এরকমই একদিন বুধবার দুপুরে তার মা তাকে বকাবকি করেন। শোনা যায় এদিন মা এবং মেয়ের মধ্যে বচসাও চলেছিল। তারপর ঘরের কাজে ব্যাস্ত হয়ে যাওয়ায় মেয়ের দিকে খুব একটা নজর দিতে পারেননি তার মা। অনেক্ষন মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে মেয়ের খোঁজ নিতে চান তিনি। সেই সময় দেখতে পান সিলিং ফ্যান থেকে ফাঁস লাগিয়ে আত্মহত্যা হয়েছে তার মেয়ে তনুশ্রী। মায়ের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়। সবং থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে। প্রাথমিক তদন্ত  অনুযায়ী, পুলিশ মনে করছে এটা আত্মহত্যা। তবে দেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।