শুধু মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও চলবে অতিরিক্ত মেট্রো

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/02/2023   শেষ আপডেট: 22/02/2023 9:35 p.m.
কলকাতা মেট্রো ~Facebook

শনিবার করে চলবে অতিরিক্ত ৮টি মেট্রো

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার্থীর সুবিধার্থে চলবে অতিরিক্ত মেট্রো, ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের। কমছে মেট্রোর মধ্যে ব্যবধান, শনিবার করে চলবে অতিরিক্ত ৮টি মেট্রো। শুধুমাত্র ফেব্রুয়ারি ও মার্চ মাসের নির্দিষ্ট সময় পর্যন্ত মিলবে এই সুবিধা।

মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পরীক্ষাকেন্দ্রে বসেছে সিসিটিভি। একই সঙ্গে জানানো হয়েছে, মে মাসের শেষ সপ্তাহে সামনে আসবে মাধ্যমিকের ফলাফল। অন্যদিকে, একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ মার্চ থেকে, চলবে ২৭ তারিখ পর্যন্ত।

সব দিক মাথায় রেখে তাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন, মূলত ৪টি শনিবার অতিরিক্ত মেট্রো চলবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে দুই জোড়া মেট্রো এবং পরীক্ষা শেষে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে আরও অতিরিক্ত ২ জোড়া মেট্রো চলবে।