"বাংলার রাজনীতি জানেন না তিনি", তৃণমূল তারকা ভোটপ্রচারক জয়া বচ্চনকে কটাক্ষ লকেটের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/04/2021   শেষ আপডেট: 07/04/2021 4:22 p.m.
জয়া লকেট facebook.com/LocketChatterjeeBJP, /AITCofficial

চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজ সকালে লোকাল ট্রেনে উঠে প্রচার করেছেন

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। গতকাল তৃতীয় দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার আগামী ১০ এপ্রিল চতুর্থ দফা নির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে। সেদিন হুগলীর চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সেই কেন্দ্রের গেরুয়া প্রার্থী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে তার বিপক্ষে আছে তৃণমূলের অসিত মজুমদার ও বামেদের প্রণব কুমার ঘোষ। শেষমুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার জন্য গেরুয়া সৈনিক লকেট চট্টোপাধ্যায় কোন রকম কসুর করছেন না। তাকে গরুর গাড়ি, বাইক, সাইকেল, নৌকোতে প্রচার করতে দেখা গিয়েছে। তবে আজকে সকাল সকাল ট্রেনের টিকিট কেটে লোকাল ট্রেনে উঠে প্রচার করেছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, "জনসংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে লোকাল ট্রেন। এই ট্রেনে করে মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করে প্রতিদিন।"

তবে আজ লোকাল ট্রেনে জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্যে উঠে লকেট চট্টোপাধ্যায় তৃণমূলের তারকা ভোটপ্রচারক জয়া বচ্চনের বিরুদ্ধে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, "তিনি কোথায় ছিলেন আমাদের রাজ্যে যখন করোনা বেড়ে যাচ্ছিল? কোথায় ছিলেন আমফান ঘূর্ণিঝড়ের সময়? উনি বাংলার মহিলা হতে পারেন এবং তার জন্য আমি খুব অ্যাডমায়ার করি ওনাকে। তার অনেক ছবি দেখেছি। কিন্তু উনি বাংলার রাজনীতির সাথে খুব একটা পরিচিত নয়। যাই হোক উনি ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই বলব।"