Local Train : ছ'মাস বন্ধ থাকার পর আজ থেকে চালু হল লোকাল ট্রেন পরিষেবা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/10/2021   শেষ আপডেট: 31/10/2021 9:01 a.m.
By Arpan Sarkar - Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=17605950

বাদুড়ঝোলা ভিড় আটকানোই চ্যালেঞ্জ রেল দফতরের কাছে

এতদিন রাজ্যে চলছিল স্টাফ স্পেশাল ট্রেন (Staff Special Train)। এতদিন কেবল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সফরের অনুমতি ছিল। তবে বাস্তবে টিকিট কেটে সকল যাত্রীই এতদিন যাতায়াত করছিলেন। নজরকাড়া ভিড়ে পর্যুদস্ত অবস্থা হত সেই ট্রেন সফরে। দীর্ঘ ৬ মাস পর আজ থেকেই আনুষ্ঠানিক ভাবেই লোকাল ট্রেনের (Local Train) চাকা গড়াল। চলবে প্রায় সকল লোকাল ট্রেন পরিষেবা, যদিও ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর অনুমতি দিয়েছে রাজ্য।

রাজ্য সরকারের ঘোষণার পর থেকেই সমস্ত স্টেশনে রীতিমতো তোড়জোড় শুরু হয়ে যায় রেল দফতরের তরফে। সমস্ত স্টেশন চত্বর এবং লোকাল ট্রেনগুলি যুদ্ধকালীন তৎপরতায় স্যানিটাইজেশনের কাজ শুরু হয়। হাওড়া ও শিয়ালদহ স্টেশন চত্বরে গতকাল থেকেই পুরোমাত্রায় শুরু হয়েছে প্রস্তুতি। তবে প্রাথমিক অবস্থায় থাকছে কিছু বিধি-নিষেধ। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়েই সফর শুরু। দূরত্ববিধি বজায় রাখতে দু'টি সিটের মাঝে ক্রস চিহ্ন দিয়ে পৃথক করা হয়েছে। তাছাড়া রেলের তরফে নিরাপত্তার আরও আঁটোসাঁটো ঘেরাটোপ তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, ৫০ শতাংশ যাত্রী নিয়ে রেল চালানোর বিষয়টি নিয়ে যদিও 'আকাশ কুসুম কল্পনা' বলেছেন একাংশ। আবার আর একদল প্রশ্ন তুলেছেন, এতদিন তাহলে ভিড়ে ঠাসা ট্রেনগুলি তাহলে কীভাবে চলছিল? ৫০ শতাংশ দূরে থাকুক, লাগামছাড়া ভিড়ে দুর্ঘটনা ঘটেছে আকছার। তাহলে এমন সিদ্ধান্ত নিয়ে অনেকেই ব্যঙ্গ প্রকাশ করেছেন। লোকাল ট্রেনের আনুষ্ঠানিক চলাচল শুরু হলেও বাস্তবে সেই ভিড় কতটা আটকানো সম্ভব, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন একাংশ।