কেন্দ্রের অনুমতি নিতে হবে সিআইডিকে, হুঁশিয়ারি হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/08/2022   শেষ আপডেট: 22/08/2022 6:42 p.m.
কলকাতা হাইকোর্ট

এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছে বলে জানা গিয়েছে

কল্যাণী এইমসে এবারে নিয়োগের দুর্নীতি। কেন্দ্রীয় সংস্থার অফিসারের বিরুদ্ধে তদন্তে কেন্দ্রের অনুমতি লাগবে বলে হাইকোর্টে (Highcourt) দায়ের হলো মামলা। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কল্যানী এইমসের ঢালাও চাকরি পেয়েছেন বিজেপি (BJP) নেতা এবং বিধায়কদের আত্মীয় পরিজন এবং ঘনিষ্ঠেরা। এমনই অভিযোগ উঠল এবারে কল্যাণী এইমসে। এই মামলার দায়িত্ব সিআইডির হাতে গিয়েছে। জানা যাচ্ছে এই চাকরিপ্রাপকদের তালিকায় চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া এবং বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানা রয়েছেন।

কেন্দ্রীয় সরকার যেখানে স্বচ্ছতার প্রতিচ্ছবি হিসেবে নিজেদেরকে দাবি করে, সেখানে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কল্যাণী এইমসে কিভাবে হলো এই দুর্নীতি? স্বজন পোষণ? ইতিমধ্যেই কল্যাণী থানায় এই মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অত্যন্ত গুরুতর হওয়ার কারণে মামলার দায়িত্ব গিয়েছে সিআইডি-র হাতে। শুধুমাত্র মেয়েকে জিজ্ঞাসাবাদ নয় কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে তলব করেছেন তদন্তকারীরা। অভিযোগ উঠেছে, নিজের প্রভাব খাটিয়ে কল্যাণী এইমসে অস্থায়ী পদে মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। একইভাবে অভিযোগ উঠেছে চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষের বিরুদ্ধেও। তার বাড়িতে গিয়ে তদন্তকারীরা তার পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেছেন বলেও জানা গিয়েছে।

অন্যদিকে সিআইডির বিরুদ্ধে আবার জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। মামলাকারী সুজিত চক্রবর্তীর দাবি, কেন্দ্রীয় সরকারি অফিসারদের বিরুদ্ধে যদি দুর্নীতি দমন আইনে স্বতন্ত্র বা পদক্ষেপ করতে হয় সে ক্ষেত্রে কেন্দ্রের অনুমতি প্রয়োজন। কিন্তু সেই আইন না মেনে কল্যাণী এইমসে নিয়োগে দুর্নীতির তদন্ত করছে রাজ্য গোয়েন্দা সংস্থা। এদিন এই মামলাটির প্রথম শুনানি হয় হাইকোর্টে। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ঘোষণা করে, কেন্দ্রীয় সরকারি অফিসারদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে পদক্ষেপ করতে হলে কেন্দ্রের অনুমতি প্রয়োজন। তাই কেন্দ্রের অনুমতি সিআইডিকে গ্রহণ করতে হবে।