করোনা টিকা নিয়ে "ম্যাগনেট ম্যান" হয়ে যাচ্ছে মানুষ, কি ব্যাখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/06/2021   শেষ আপডেট: 14/06/2021 4:41 p.m.
চুম্বক ম্যান twitter.com/KalicharanMall7

বাংলার ৩ জন মানুষের শরীর টিকা নেওয়ার পর ম্যাগনেটিক হয়ে গেছে

বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে উঠে আসছে "ম্যাগনেট ম্যান"। করোনা টিকা (Corona Vaccine) নিয়ে চুম্বকে পরিণত হয়েছে দেহ। শিলিগুড়ির নেপাল চক্রবর্তী, বসিরহাটের শংকর প্রামানিক ও তেহট্টর প্রবীর মন্ডল টিকা নেওয়ার পর আপাতত চুম্বক ম্যান হয়ে গেছেন। তাঁদের দাবি যে তারা করোনা টিকা নেওয়ার পরই তাদের গায়ে সমস্ত রকম লোহার বস্তু আটকে যাচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গের (West Bengal) আগে মহারাষ্ট্র রাজ্যে এই ধরনের ঘটনা দেখা গিয়েছিল। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর শরীর চুম্বকে পরিণত হয়েছিল। গায়ের মধ্যে আটকে যাচ্ছে স্টিলের চামচ, ছোট থালা, কয়েন ইত্যাদি। তবে এসবের সাথে কি সত্যিই করোনা টিকার কোনো যোগ আছে, সেই নিয়ে ধন্দে রয়েছে সকলেই। তবে এবার সাধারণ মানুষের ম্যাগনেট ম্যান হওয়ার প্রসঙ্গে মন্তব্য করলেন বিশেষজ্ঞরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বায়োফিজিক্স অধ্যাপক সুখেন দাস বলেছেন, "কিছু চিকিৎসায় রোগীদের ড্রাগ এর সাথে কোন ম্যাগনেটিক মেটেরিয়াল খাওয়ানোর পরে বা বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে চিকিৎসা করা হয়। যেমন ধরুন পজিট্রন এমিশন টমোগ্রাফি বা কম্পিউটার টমোগ্রাফি বা সিটি স্ক্যান। এসবে শরীরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে। কিন্তু টিকা নেওয়ার পর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।" এছাড়া স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ক্লিনিক্যাল ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক সান্তনু ত্রিপাঠী জানিয়েছেন, "শরীরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলেও তাদের টিকার জন্য তা বলা যাবে না। দুটি ঘটনা পর পর হয়েছে মানে যে একে অপরের জন্য দায়ী এটা বলা ঠিক নয়। ঘটনার কোন বাস্তব ভিত্তি নেই।"