দেড় মাস আগে অপহৃত, অবশেষে পুনে থেকে উদ্ধার মালদার তরুণী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/12/2021   শেষ আপডেট: 19/12/2021 5:16 p.m.

ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ

মাস দেড়েক আগে ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার সময় দুষ্কৃতীদের হাতে অপহৃত (kidnap) হয়েছিলেন মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর নিবাসী এক তরুণী। অবশেষে মহারাষ্ট্রের পুনে (Pune) থেকে তাঁকে উদ্ধার করল কুমেদপুর ফাঁড়ির পুলিশ। ঘটনায় একজনকে গ্রেফতারও (arrest) করেছেন তাঁরা।

জানা গিয়েছে, অপহৃতা ওই তরুণীর (২১) বাড়ি হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুরে। গত ৬ নভেম্বর খোপাকাঠি এলাকার এক ব্যাঙ্কে যান তরুণী। ফেরার পথে ফাঁকা রাস্তায় তাঁর পথ আটকে দাঁড়ায় বাইকআরোহী পাঁচ যুবক। তরুণী অভিযোগ জানিয়েছেন, তাঁর টাকা কেড়ে নিয়ে তাঁকে অপহরণ করে দুষ্কৃতীদের দল। এরপর প্রাথমিকভাবে তাঁকে জঙ্গলে লুকিয়ে রাখা হলেও পড়ে তাঁকে পুনেতে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সম্বন্ধে অবগত হয়ে তদন্তে নামে কুমেদপুর থানার পুলিশ। তরুণীর মোবাইলের সুত্র ধরে তাঁরা জানতে পারেন বর্তমানে পুনেতে আছেন ওই তরুণী। এরপর পুনেতে পৌঁছায় পুলিশের তদন্তকারী টিম। সেখান থেকেই তরুণীকে উদ্ধার করেন তাঁরা। ঘটনায় রবিউল হোক নামে এক সন্দেহভাজন যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতের বাড়ি চাঁচলের পূর্ব দুর্গাপুর এলাকায়।

এদিকে তরুণী দাবী করেছেন, অপহরণকারী যুবকদের কাউকেই চেনেন না তিনি। তবে অপহরণের পিছনে প্রেমঘটিত কোনও বিষয় আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ।