Khela Hobe Dibas: এ নতুন খেলা! খেলা হবে দিবসে আজ থেকেই পথে থাকছে তৃণমূল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/08/2022   শেষ আপডেট: 16/08/2022 11:30 a.m.
https://www.facebook.com/soham.rakshit.56

"তৃণমূলের খেলা হবে দিবসের দিনেই তো আসল খেলা" দিলীপ ঘোষ

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ডাক দিয়েছেন। তাই আজ থেকেই পথে নেমে গেছে তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেসের 'খেলা হবে দিবস' (Khela Hobe Dibas)। আজ থেকেই তৃণমূল কংগ্রেস 'নতুন খেলা' শুরু করছে, সূত্র মারফত খবর তেমনটাই।

নতুন খেলাটা কী? এখনও স্পষ্ট নয়। তবে দলনেত্রীর নির্দেশে আজ রাজ্যের ৩৪৫ টি ব্লক, ১১৯ টি পৌরসভা, ৬ টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা পুরসভার অন্তর্ভুক্ত ১৪৪ টি ওয়ার্ড, ২৩ জেলা সদর, বিভিন্ন সরকারি অনুমোদিত ক্লাবেই পালিত হচ্ছে খেলা হবে দিবস। দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে আলাদা গুরুত্ব দিয়ে উদযাপন করতে চাইছে তৃণমূল কংগ্রেস।

ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেসের আরও একজন হেভিওয়েট নেতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে। এ নিয়ে বিরোধীদের তীব্র কটাক্ষে অনেকটাই ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস, অভিমত ওয়াকিবহাল মহলের। সেই ড্যামেজ কন্ট্রোলে এবার সরাসরি আক্রমণ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর খেলা হবে দিবস থেকেই সেই প্রতিবাদ আন্দোলন নতুন মাত্রা পাবে বলাই বাহুল্য।

এদিকে খেলা হবে দিবসকে নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, সিবিআই অনুব্রত মন্ডলের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে ফেলেছে। অনুব্রত মন্ডল যে সরাসরি গরুপাচার ঘটনার সঙ্গে জড়িত, তা বলার অপেক্ষা রাখে না। তৃণমূলের খেলা হবে দিবসের দিনেই তো আসল খেলা।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় বলেছেন, "আমি খেলা হবে দিবসে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। গত বছর অনুষ্ঠানের অভাবনীয় সাফল্যের পর, আমরা আজ তরুণদের আরও বেশি অংশগ্রহণের জন্য উন্মুখ। এই দিনটি আমাদের তরুণ নাগরিকদের উদ্যোগকে সমুন্নত রাখুক, যারা অগ্রগতির সবচেয়ে বিশ্বাসযোগ্য আশ্রয়দাতা!"