করোনার দাপটে দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে গেল রামকৃষ্ণ মঠ, রাজ্যের করোনা গ্রাফ ক্রমাগত ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/04/2021   শেষ আপডেট: 28/04/2021 5:08 a.m.
কামারপুকুর রামকৃষ্ণ মঠ

একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৬,৪০৩ জন, ফলে পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ

রাজ্যের সব দিকে করোনা ভাইরাসের প্রভাব লাগাতার ছড়িয়ে পড়া শুরু করেছে। তার মোকাবিলায় এবার সর্বসাধারনের দর্শনের জন্য কামারপুকুর রামকৃষ্ণ মিশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। কামারপুকুর রামকৃষ্ণ মঠ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত সাধারণ ভক্তদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। প্রথমবার গত ২০২০ সালে বাংলায় এসেছিল করোনা ভাইরাস এবং তারপর থেকেই এই মন্দির বন্ধ রাখা হয়েছিল। আনলক পর্যায়ের সময় এই মন্দির খোলা হয়। কিন্তু তারপর দ্বিতীয় ঢেউয়ের কারণে আবারো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয় বেলুড় মঠ। তারপর নিষিদ্ধ হয় হুগলি তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ। তারপর হুগলির বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের প্রবেশ বন্ধ হয় সাধারণ মানুষের জন্য। আর এবারে বন্ধ হতে চলেছে রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ জানিয়েছে পরে পরিস্থিতি বুঝে মন্দির খোলা হবে কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা করা হবে।

ইতিমধ্যেই রাজ্যে করোনা ভাইরাসের পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। একদিনে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৭৩ জনের। সুস্থ হয়েছেন ১০,৬৬৪ কিন্তু তা হলেও বর্তমানে করোনা ভাইরাস সকলের মধ্যে একটি ভীতি সঞ্চার করে দিয়েছে। স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় যতজন পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন তার মধ্যে ৩,৭০৮ জন কলকাতার বাসিন্দা। তারপর দ্বিতীয় স্থানে আছে উত্তর ২৪ পরগনা। এবং তৃতীয় স্থানে আছে হাওড়া। মোটের উপর একদিনে পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ১৬,৪০৩ জন। ফলে, বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যে ভয়াবহ তা আর বলার অপেক্ষা রাখে না।