করোনা পরিস্থিতি উপেক্ষা করে কামারহাটিতে বিজয় উৎসবের ডাক মদন মিত্রের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/06/2021   শেষ আপডেট: 07/06/2021 7:58 a.m.
-facebook

তিনি হুঁশিয়ারি দিয়েছেন করোনা পরিস্থিতি থাকলেও ২০,০০০ লোক নিয়ে তিনি বিজয় উৎসব করবেন

কিছুদিন আগেই দলের থেকে মন্তব্য শুনেছেন তাঁর ফেসবুক লাইভ করা নিয়ে। কিন্তু তাতেও তার কিছু যায় আসে না। সম্প্রতি আবার ফেসবুক লাইভে এসে আরো একটি বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। মদন মিত্র বললেন কামারহাটি বিধানসভায় তিনি যে জয়লাভ করেছেন তার জন্য তিনি এর একটি বিজয় উৎসব করবেন আগামী ৩০ জুন। তার সাথে সাথেই তিনি ঘোষণা করে দিলেন মোটামুটি কুড়ি হাজার লোক নিয়ে এই বিজয় উৎসব তিনি অনুষ্ঠিত করবেন। তার বক্তব্য, "সারা রাত হৈ হুল্লোড় হবে, নাচ গান হবে, কামারহাটির কেউ ওইদিন বাড়িতে থাকবেন না।" কিন্তু এই মন্তব্যের পর আবারও অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বিধানসভা নির্বাচনে জয়লাভের জন্য যে বিজয় উৎসব করার কথা সেটা তিনি করবেন করোনাভাইরাস পরিস্থিতি সম্পূর্ণরূপে কেটে যাওয়ার পরে। কিন্তু তার আগেই মদন মিত্র নিজে ঘোষণা করে দিলেন তিনি আলাদা করে শুধুমাত্র কামারহাটির মানুষদের জন্য বিজয় উৎসব করবেন। মদন মিত্রের বিজয় উৎসবের ঘোষণা ইতিমধ্যেই হাজার হাজার প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিজয় উৎসবের ছাড়পত্র দলীয় তরফেই দেওয়া হয়নি, তার মধ্যেই হৈ-হুল্লোড় এবং বাজনার কথা কি করে বলছেন তিনি। যদি সে নিয়ে তিনি বলেছেন, 'অনেক বড় বড় মাঠ আছে কামারহাটিতে। ওখানে ফাঁকা ফাঁকা করে বসলেও এত লোক ঠিক ধরে যাবে। কোনো অসুবিধা নেই। সমস্ত সম্প্রদায়ের মানুষ থাকবেন।'