আলুর বস্তার আড়ালে নিষিদ্ধ শব্দবাজি পাচার! বর্ধমানে পুলিশের জালে লরি চালক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/09/2022   শেষ আপডেট: 04/09/2022 8:44 p.m.
twitter @kolkatapolice

উদ্ধার হয় দেড়শো বস্তা শব্দবাজি

পুজোর (Durga Puja) আগে আলুর বস্তার আড়ালে লরিতে করে পাচার হতে যাচ্ছিল নিষিদ্ধ শব্দবাজি (Fire Cracker)। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল কালনা থানার পুলিশ মতিশ্বর বাজার এলাকায় নাকা চেকিং চালায়। সেখানেই আলু বোঝাই একটি লরি দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরই পুলিশ লরিটিকে আটকায়। উদ্ধার হয় দেড়শো বস্তা শব্দবাজি। আলুর বস্তার আড়ালে লরিতে করে এই নিষিদ্ধ শব্দবাজি পাচার করা হচ্ছিল। লরিটিকে আটক করার পাশাপাশি চালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনার।

নিষিদ্ধ শব্দবাজি কোথায় থেকে নিয়ে আসা হয়েছিল? কোথায় তা সরবরাহ করার কথা ছিল? এই সমস্ত বিষয়ে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

মনে করা হচ্ছে, পুলিশের চোখে ধুলো দিতেই শব্দবাজির উপরে আলুর বস্তা রাখা হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে পুরুলিয়ার দিকে যাচ্ছিল লরিটি। তবে কোথা থেকে এই শব্দবাজি আনা হয়েছিল তা যদিও এখনও জানা যায়নি। আপাতত পুলিশি হেফাজতে লরি চালক।