৯ ই জানুয়ারি দ্বিতীয়বার বঙ্গসফরে জেপি নাড্ডা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/01/2021   শেষ আপডেট: 05/01/2021 12:19 p.m.
twitter

কাটোয়ায় সভা ও কৃষক পরিবারে‌ মধ্যাহ্নভোজন

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলাকে পাখির চোখ করে লড়াইয়ের ময়দানে অবস্থান পাকা করছে কেন্দ্র। গতবছরের শেষে নির্বাচনী প্রচারে এসে ডায়মন্ড-হারবারে ইঁটবৃষ্টি ও কালো পতাকার বিক্ষোভের মুখে পড়েন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তারপর নিরাপত্তায় থাকা আইপিএস দের বদলি ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চলেছে দফায় দফায়। এবার দ্বিতীয়বারের জন্য পূর্ব বর্ধমানের কাটোয়ায় জনসভা করতে ও আরও কিছু দলীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে বাংলায় আসবেন তিঁনি।

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের মতে মঙ্গলবার মুস্থুলি গ্রামে শুভেন্দুর সভা বাতিল করে ৯ তারিখ নাড্ডাজির জন্যই কলেজের পাশের মাঠে সভা হবে। সভার আগে গৌরাঙ্গবাড়িতে পুজো দেওয়া সহ কৃষক পরিবারে মধ্যাহ্নভোজনও করবেন বলেই সূত্রের খবর। ওইদিনও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার মতো শাসকদল থেকে গেরুয়া শিবিরে বড়ো যোগদান থাকবে বলে আশা করছেন অনেকে। বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন বলেন বাংলার পাহাড়, সমুদ্র, সুন্দরবন সমেত সোনার বাংলা গড়তে পারে‌ বিজেপিই। শাসকদলকে কটাক্ষ করে বলেন তৃণমূল কংগ্রেস এবার শুধুমাত্র দুজনের দল হয়ে যাবে। তবে জেপি নাড্ডার আসন্ন সফর কতদিনের বা আর কী কী কর্মসূচি রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।