এবার বেসুরো আসানসোল পুর প্রসাশক জিতেন্দ্র তিওয়ারি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/12/2020   শেষ আপডেট: 14/12/2020 3:27 p.m.
জিতেন্দ্র তিওয়ারি

কেন্দ্রের অনুদান থেকে বঞ্চনায় পুরমন্ত্রীকে চিঠিতে নালিশ

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কখনও রাজ্য সরকার ও বিরোধীদের সংঘর্ষ, কখনো আবার দলের অন্দরে গোষ্ঠীসংঘাতে রাজ্য রাজনীতির উষ্ণতার পারদ চরমে। এবার কেন্দ্রের অনুদান বাতিল ও রাজ্য সরকারের ব্যর্থ আশ্বাসে ক্ষুব্ধ আসানসোল তৃণমূল পুর প্রসাশক জিতেন্দ্র তিওয়ারি চিঠি মারফত বিষ্ফোরক অভিযোগ জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে।

জিতেন্দ্রর চিঠিতে উল্লেখ যে রাজ্যের হস্তক্ষেপেই কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে ব্রাত্য রাজ্য এবং স্মার্ট সিটি প্রকল্পহেতু বরাদ্দ কেন্দ্রের দু'হাজার কোটি টাকা নিতে অস্বীকার করেছে রাজ্য। এমনকি আসানসোলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ যা রাজ্য সরকার দেবে বলেছিল, তাও বাস্তবে রূপায়িত হয়নি। এই কড়া চিঠির পাশাপাশি রানিগঞ্জ গার্লস ও রানিগঞ্জ টিডিবি কলেজের গভর্নিং বডি থেকেও ইস্তফা দেন জিতেন্দ্র। আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় অবশ্য জিতেন্দ্রর এহেন পদক্ষেপে খুশি হয়ে যথাযথ সিদ্ধান্ত বলেই মন্তব্য করেছেন।