রাজ্যপাল পদ থেকে সরকারি ভাবে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/07/2022   শেষ আপডেট: 18/07/2022 7:42 a.m.
https://twitter.com/jdhankhar1

বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন

পশ্চিমবঙ্গের রাজ্যপাল (Governor of West Bengal) পদ থেকে সরকারি ভাবে ইস্তফা দিলেন এনডিএ-র (NDA) উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) কাছে ইস্তফাপত্র জমা দেন জগদীপ ধনখড়।

উল্লেখ্য, ২০১৯ সালের অগস্টে পশ্চিমবঙ্গে রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসেন পেশায় আইনজীবী, তথা প্রাক্তন সাংসদ জগদীপ ধনখড়। বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির মেয়াদ শেষ হওয়ার পর ধনখড়কে রাজ্যপালের দায়িত্ব দিয়ে রাজভবনে পাঠায় কেন্দ্রীয় সরকার। এরপর থেকে ২০২২ পর্যন্ত রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন ধনখড়। একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে জড়িয়েছেন সঙ্ঘাতেও।

তবে আচমকাই সবাইকে চমকে দিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। তার পরেই বাংলার রাজ্যপালের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। জানা যাচ্ছে, আজকেই উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবেন ধনখড়।

অন্যদিকে গতকাল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঘোষণা করেছেন, নিয়ম অনুযায়ী আপাতত প্রতিবেশি কোনও রাজ্যের রাজ্যপাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্ব সামলাবেন।জানা যাচ্ছে, যতদিন না পশ্চিমবঙ্গে নয়া রাজ্যপাল নিযুক্ত হচ্ছে, ততদিন অতিরিক্ত দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন (La. Ganesan)।